দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৩২ কোটি ৭৩ লাখ ৭ হাজার ৯২১ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসইতে ৩৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে সপ্তাহজুড়ে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশের। আগের সপ্তাহেও লাফার্জহোলসিমের সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮৬ কোটি ৫৬ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা মোট লেনদেনের ৬.৫৫ শতাংশ। এর মাধ্যমে লাফার্জহোলসিম ডিএসইর সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে আসে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ অর্থাৎ ৫৫ কোটি ৮৯ লাখ ৬৭ হাজার টাকার এডিএন টেলিকমের এবং ৫০ কোটি ১৪ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

এছাড়া খুলনা পাওয়ারের ৪৫ কোটি ৩০ লাখ ৯০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৩৬ কোটি ৯৩ লাখ ৮২ হাজার টাকার, বিকন ফার্মার ৩৬ কোটি ২ লাখ ২৫ হাজার টাকার, নর্দার্ণ জুটের ৩৩ কোটি ৬৭ লাখ ৭৯ হাজার টাকার, রিং শাইনের ২৮ কোটি ৭২ লাখ ৯৪ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ২৪ কোটি ১২ লাখ ৬২ হাজার টাকার এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ২৩ কোটি ৬২ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।