দেশ প্রতিক্ষণ, ঢাকা: সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ (সিসিবিএল) এর স্বতন্ত্র পরিচালক হিসেবে সাতজন ব্যক্তিকে নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়। বিএসইসির ৭১৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সূত্র মতে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট) বিধিমালা, ২০১৭ এর বিধি ১৭(২) এর অধীনে তিন বছরের জন্য এই সাতজন ব্যক্তিকে নিয়োগ প্রদান করা হয়েছে।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) আবেদনের প্রেক্ষিতে মার্জিন হিসাবের পুন:মূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির বিপরীতে রক্ষিতব্য প্রভিশন রাখার মেয়াদ অতিরিক্ত দুই বছর বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়। আজ বিএসইসির ৭১৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সূত্র মতে, বিএমবিএ’র আবেদনের প্রেক্ষিতে কমিশন, বিএসইসির নির্দেশনা নং এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/২০৩ তারিখ: ২৮ ডিসেম্বর ২০১৭ এর মাধ্যমে প্রদত্ত মার্চেন্ট ব্যাংকারের নিজস্ব ও মক্কেলের পোর্টফোলিওতে পুন:মূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির বিপরীতে রক্ষিত প্রভিশন রাখার ঐচ্ছিক সুবিধার বিদ্যমান মেয়াদ অতিরিক্ত আরো ২ বছর বাড়ানো হয়েছে।