এম এ সাঈদ চৌধুরী, জবি, দেশ প্রতিক্ষণ: ক‌রোনার কার‌ণে পরবর্তী নি‌র্দেশ না দেয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ব‌বিদ্যালয়ের (জবি) সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাক‌বে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ও‌হিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে।

রেজিস্টার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান বলেন, ‘পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। আমরা সরকারের নির্দেশনা মেনে চলবো। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ জারি বহাল থাকবে। ক্যাম্পাস খোলার আগে আমরা নোটিশের মাধ্যমে জানিয়ে দিবো’।

এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে করোনা ভাইরাস প্রতিরোধের সতর্কতা হিসেবে ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত জবির সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার নোটিশ দেয়া হয় এবং পরবর্তীতে তা সরকারী নির্দেশনায়ই ৯ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়। এছাড়া জবি ক্যাম্পাসে জরুরি বা বিশেষ প্রয়োজন ছাড়া প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।