এম এ সাঈদ চৌধুরী, জবি প্রতিনিধি: বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশেও করোনাভাইরাসের (covid-19) সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। এই ভাইরাসের প্রাদুর্ভাব দৈনন্দিন ব্যক্তিগত এবং সামাজিক জীবনের পাশাপাশি আমাদের মানসিক স্বাস্থ্যের উপরও বিরূপ প্রভাব ফেলছে।

এই সংকটময় পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মোবাইল নাম্বার এবং ইমেইল এর মাধ্যমে উক্ত স্বাস্থ্য সেবা প্রদান করবেন। সকাল থেকে রাত পর্যন্ত সেবাটি পাওয়া যাবে । বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেবার সময়সূচী, মোবাইল নাম্বার ও ইমেইল সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে।