দেশ প্রতিক্ষণ, ঢাকা: ভােলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ এখন যেকোনাে দুর্যোগ মোকাবেলায় এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশের জনগণের জীবন জীবিকা নিশ্চিতে নিরলস পরিশ্রম করছেন।  শনিবার লালমোহন সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে ১৫শ’ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেন এমপি শাওন। এসময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এছাড়াও লালমােহন পৌরসভার চারটি স্থানে হাত ধােয়ার বেসিন স্থাপন ও ধলিগৌরনগর ইউনিয়নে আব্দুল হক চেয়ারম্যান ফাউন্ডেশনের আয়ােজনে ৫শ’ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন এমপি শাওন।

তিনি আরও বলেন, অসহায়দের পাশে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দাঁড়াতে হবে। তাহলে আমাদের সমাজের অসহায় মানুষগুলাের মুখে হাসি ফোঁটবে। এসময় ধর্মপ্রাণ মুসলমানদের সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করার আহবান জানান নূরুন্নবী চৌধুরী শাওন। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার হুঁশিয়ারী দিচ্ছে ঘন ঘন ২০ সেকেন্ড হাত ধোয়া ও মাস্ক ব্যবহার এবং হ্যান্ড স্যনিটারাইজ দিয়ে হাত পরিষ্কার করা। তারই

ধারাবাহিকতায় ভোলা জেলার লালমোহন উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল কর্তৃক আয়োজিত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত কল্পে হাত ধোয়ার বেসিন তৈরি করেন। উক্ত বেসিন ও ২০ টি বাজার কমিটির নিকট হাইজিন সামগ্রী বিতরণ করেন ভোলা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, লালমোহন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ বীরমুক্তিযোদ্ধা, ভাইস চেয়ারম্যান জনাব আবুল হাসান রিমন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।