দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানি লভ্যাংশ এবং প্রান্তিক প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো : এসিআই ফর্মূলেশন, এসিআই, সোনালী আঁশ, রংপুর ফাউন্ড্রি, এএমসিএল (প্রাণ), একমি ল্যাবরেটরিজ, মতিন স্পিনিং, বারাকা পাওয়ার এবং লংকাবাংলা ফাইন্যান্স।

আরও পড়ুন…….

বিদেশীদের শেয়ার বিক্রির চাপ ও লকডাউন বাড়ার গুজবে পুঁজিবাজারে দরপতন

কোম্পানিগুলোর মধ্যে এসিআই ফর্মূলেশনের ৯ জুন বিকাল ৩টায়, এসিআইয়ের ৯ জুন বিকাল ৪টায়, সোনালী আঁশের৭ জুন বিকাল সাড়ে ৪টায়, রংপুর ফাউন্ড্রির ৮ জুন বিকাল ৪টায়, এএমসিএলের (প্রাণ) ৮ জুন বিকাল সাড়ে ৩টায়, একমি ল্যাবরেটরিজের ৬ জুন সকাল ১০টায়, মতিন স্পিনিংয়ের ৮ জুন বিকাল ৩টায়, বারাকা পাওয়ারের ৭ জুন বিকাল সাড়ে ৪টায় এবং লংকাবাংলা ফাইন্যান্সের বোর্ড সভা ৮ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর মধ্যে এসিআই ফর্মূলেশন, এসিআই, সোনালী আঁশ, রংপুর ফাউন্ড্রি, এএমসিএল (প্রাণ), একমি ল্যাবরেটরিজ, মতিন স্পিনিং এবং বারাকা পাওয়ারের বোর্ড সভা ৩১ মার্চ ২০২০ (২০১৯ সালের জুলাই থেকে ২০২০ সালের মার্চ) সমাপ্ত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তার প্রকাশ করা হবে। আর লংকাবাংলা ফাইন্যান্সের বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।