দেশ প্রতিক্ষণ, চট্টগ্রাম: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি লোহার রড উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম স্টিল মিলসের জোরারগঞ্জের কারখানায় কাজ করতে গিয়ে লোহার গলিত সিসায় দগ্ধ হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত আরও ৪ শ্রমিকের অবস্থা আশঙ্কজনক। তাদেরকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

শনিবার (৬ জুন) বিকেল ৫টার দিকে বিএসআরএম কারখানায় দুর্ঘটনা ঘটে বলে দৈনিক দেশ প্রতিক্ষণকে নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া। তবে তিনি বিস্তারিত বলতে অপরাগতা প্রকাশ করলেও আহত ৫ শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন…….

পুঁজিবাজারে দুই হাজার কোটি টাকা হাওয়া! 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ৫ শ্রমিককে চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের ৩৬ নম্বর ওয়ার্ডে নিয়ে আসা হয়। আহতদের একজন সন্ধ্যা ৭টার পর মৃত্যুবরণ করেন। অপর চার জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে।

আহত শ্রমিকদের নজরুল ইসলাম (৩৫) নামের এক শ্রমিকের শরীরের শতভাগ দগ্ধ চমেকে মৃত্যুবরণ করেছেন। একজন গিয়াস উদ্দিনের (২৪) শরীরের ৯৮ ভাগ, মহিউদ্দিনের শরীরের ৮০ ভাগ, নুর হোসেনের (২৬) ৬০ ভাগ দগ্ধ হয়ে গেছে। অপর শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি। এদিকে এই বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে বিএসআরএম কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।