দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২০-মার্চ’২০) ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ৯১ পয়সা লোকসান হয়েছিল।

আরও পড়ুন…….  

পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের শর্ত তুলে নেওয়ার আহ্বান রকিবুর 

টানা দুই দিন দরপতনের পর কিছুটা উত্থান পুঁজিবাজারে 

অন্যদিকে প্রথম তিন প্রান্তিক তথা হিসাববছরের প্রথম ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৮ পয়সা।

আরও পড়ুন…….  

তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৬৫ টাকা ৪৭ পয়সা। বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ১২৯ টাকা ৮১ পয়সা। গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭৮ টাকা ৮৫ পয়সা।