দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়ছে। এদিন ডিএসই প্রধান সূচক ১ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৬৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৩২৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৩৫ পয়েন্ট বেড়েছে।

রও পড়ুন…

করোনার মধ্যেও ব্যাংক খাতে তারল্য বেড়েছে 

দিনভর লেনদেন হওয়া ২৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩টির, দর কমেছে ১৫টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২৩৩টির। ডিএসইতে ৫৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৭ কোটি ৮২ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৭১ কোটি ৯৬ লাখ টাকার।

রও পড়ুন…

পুঁজিবাজারের ইতিহাসে সর্বোচ্চ ইপিএস নিয়ে ওয়ালটনের আইপিও অনুমোদন

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৫৬ পয়েন্টে। সিএসইতে ১০৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১৮টির দর বেড়েছে, কমেছে ১১টির। আর ৭৫টির দর অপরিবর্তিত রয়েছে।

রও পড়ুন…