দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে সূচকের উত্থানে ফিরেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। যার ইতিকাচক প্রভাব পড়েছে ডিএসইর বাজার মূলধনে। গত এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ০.৩০ শতাংশ। শনিবার (৪ জুলাই) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

রও পড়ুন…

পুঁজিবাজারে ৩০ ব্যাংকের মধ্যে ১৯ ব্যাংকের মুনাফায় উল্লম্ফন

গত সপ্তাহের ৪ কার্যদিবস লেনদেন হয়েছে। এর মধ্যে প্রথম কার্যদিবস রোববার (২৮ জুন) ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ১০ হাজার ৮৩৪ কোটি ৭৮ লাখ ১৭ হাজার ৭৫০ টাকা। আর শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২ জুলাই) বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১১ হাজার ৭৭৫ কোটি ১৯ লাখ ৭৬ হাজার ৫৮৮ টাকা। ফলে সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৯৪০ কোটি ৪১ লাখ ৫৮ হাজার ৮২৮ টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৬০টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪৮টি, কমেছে ১৮টির, অপরিবর্তিত রয়েছে ২৮১টির ও লেনদেন হয়নি ১৩টির শেয়ার ও ইউনিট দর।

রও পড়ুন…

করোনাভাইরাসে ২৪ ঘন্টায় প্রানহানি ২৯ জন

আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৩ হাজার ৩৩৪ কোটি ৮১ লাখ ৭২ হাজার ২৪২ টাকা। তার আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৮৪ কোটি ৩৫ লাখ ৩২ হাজার ৫৮০ টাকা। ফলে সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৩ হাজার ৫০ কোটি ৪৬ লাখ ৩৯ হাজার ৬৬২ টাকা।

রও পড়ুন…

ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৮৩৩ কোটি ৭০ লাখ ৪৩ হাজার ৬০ টাকা। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৫৬ কোটি ৮৭ লাখ ০৬ হাজার ৫১৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৭৭৬ কোটি ৮৩ লাখ ৩৬ হাজার ৫৪৪ টাকা বেশি হয়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৪৫ পয়েন্ট বা ০.৪৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৮৬.৭৪ পয়েন্টে।