দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রও পড়ুন…

ফ্লোর প্রাইস নিয়ে ভুল বুঝাবুঝির অবকাশ নেই: অধ্যাপক শিবলী রুবাইয়াত 

পৃথিবীর একমাত্র পুঁজিবাজারে শেয়ারের দর বাড়লেই তদন্ত! 

পুঁজিবাজারে এখন বিনিয়োগের সঠিক সময়, লেনদেনে চমক আসছে: বিএসইসি চেয়ারম্যান 

জানা গেছে, কোম্পানিগুলোর ৬১ লাখ ৭ হাজার ৬৩০টি শেয়ার ৮৮ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩২ কোটি ২১ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২০ কোটি ৮ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে খুলনা পাওয়ারের। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ৮৪ লাখ ১৫ হাজার টাকার বৃটিশ আমেরিকান ট্যোবাকোর এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৭৮ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসকে ট্রিমসের।

রও পড়ুন…

পুঁজিবাজারে বিনিয়োগ করে ব্যাংকের কোন সমস্যায় নেই: আজম জে চৌধুরী 

এছাড়া ইয়াকিন পলিমারের ২২ লাখ ২৫ হাজার টাকার, ভিএফএস থ্রেড ডাইংয়ের ২০ লাখ ৯১ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ১ কোটি ১০ লাখ ২১ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ৫ লাখ ৯১ হাজার টাকার, সিঙ্গারের ১৮ লাখ ২৯ হাজার টাকার, রিং শাইনের ২৭ লাখ ৩০ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ২৮ লাখ ৫৯ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৫ লাখ ৪১ হাজার টাকার, মুন্নু জুট স্ট্যাফলার্সের ২৪ লাখ ৭৫ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ৬ লাখ ৫৬ হাজার টাকার, ম্যারিকোর ৭৫ লাখ ১০ হাজার টাকার, গ্রামীণ ওয়ান : স্কিম টু’র ৮ লাখ ৩৩ হাজার টাকার, জেমিনি সী ফুডের ৫ লাখ ৭ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ১২ লাখ ৪ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৬৫ লাখ ৩৯ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৫ লাখ ৪ হাজার টাকার এবং আমান ফিডের ৯ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।