দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্স্যুরেন্সের দুই উদ্যোক্তা কোম্পানিটির ২০০টি শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিষ্ঠানটির এই দুই উদ্যোক্তা হলেন মো. মোতাহার হোসেন এবং এম ফজলে তাহের। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তারা শেয়ার কেনার এই ঘোষণা দিয়েছেন।

রও পড়ুন…

ছয় ইস্যুতে পুঁজিবাজার স্থিতিশীলতার আভাস 

ডিএসই জানিয়েছে, বিদ্যমান বাজারদরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে মূল বাজার থেকে তারা তাদের ঘোষণা দেয়া শেয়ার কিনবেন। দুই উদ্যোক্তাই ১০০টি করে মোট ২০০টি শেয়ার কিনবেন।

রও পড়ুন…

ডিএসইর তথ্য অনুযায়ী, ৬০ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকা পরিশোধিত মূলধনের এই ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ছয় কোটি চার লাখ ২৮ হাজার ৩৫৮টি। এই শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে আছে ৩০ দশমিক ৩০ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৪ দশমিক ৯১ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ৭৯ শতাংশ আছে।