দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের উভয় পুঁজিবাজারের। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন বিক্রেতা সংকটের কারণে ২০ কোম্পানির শেয়ারকে হল্টেড হয়ে যায়। এসব কোম্পানির শেয়ারের হাজার হাজার ক্রেতা থাকলেও বিনিয়োগকারীরা কোম্পানিগুলোর শেয়ার বিক্রি করতে চায়নি।

সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরেও বিনিয়োগকারীরা আজ যেসব কোম্পানির শেয়ার বিক্রি করতে চায়নি সেগুলো হলো-দেশ গার্মেন্টস, ফাইন ফুড, আইএসএন, সাফকো স্পিনিং, এ্যাপোলো ইস্পাত, সিএন্ডএ টেক্সটাইল, সোনালী আঁশ, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স, ঢাকা ডাইং, নর্দার্ন জুট, প্রাইম টেক্স, জেনারেশন নেক্সট, ফ্যামিলি টেক্স, জিলবাংলা সুগার, মুন্নু স্ট্যাফলার্স, ডেল্টা স্পিনিং, তুং হাই, সালভো কেমিক্যাল ও হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেড।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে আজ লেনদেন শুরুর ১০ মিনিটের মাথায় জিলবাংলা সুগার, ঢাকা ডাইং, মুন্নু স্ট্যাফলার্স, তুং হাই ও ইস্টার্ন লুব্রিকেন্টের শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে হল্টেড হয়ে যায়। তবে দিনের শেষভাগে ক্রেতাদের কিছুটা চাপ থাকায় ইস্টার্ন লুব্রিকেন্টের শেয়ারের হল্টেড ছুটে যায়।

তবে লেনদেনের সময় যতই বাড়ছিল, আজ বিক্রেতা সংকটের কোম্পানি সংখ্যাও ততো বাড়ছিল। ফলে লেনদেন শুরুতে বিক্রেতা সংকটে থাকা ৪ কোম্পানির সঙ্গে যুক্ত হতে থাকে আরও কোম্পানির শেয়ার। লেনদেনের শেষভাগে যুক্ত হয় আরও ১৬ কোম্পনির শেয়ার। অর্থাৎ লেনদেনের শেষভাগে মোট ২০ কোম্পানির শেয়ার বিক্রেতা সংটের কারণে হল্টেড থাকে। সর্বোচ্চ দরে এসব কোম্পানির শেয়ারের ক্রেতাদের কেনার অফার থাকলেও বিক্রেতাদের বিক্রির অফার ছিল না।

অথচ কোম্পানিগুলোর মধ্যে ফাইন ফুড গত বুধবারও ক্রেতা সংকটের মুখে ছিল। গতকাল কোম্পানিটির শেয়ার দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় ছিল। এছাড়া, এ্যাপোলো ইস্পাত, সিএন্ডএ টেক্সটাইল, ঢাকা ডাইং, জেনারেশন নেক্সট, ফ্যামিলি টেক্স গতকাল ক্রেতা সংকটের মুখে ছিল। কোম্পানিগুলোর শেয়ারও গতকাল দর পতনের তালিকায় অন্তর্ভুক্ত ছিল। অথচ আজ কোম্পানিগুলোর চাহিদায় ভিন্নমাত্রা পরিলক্ষিত হয়েছে।