দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩১ কোম্পানিতে রাষ্ট্রায়াত্ব বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) বড় বিনিয়োগ রয়েছে। কোম্পানিগুলোর মধ্যে বন্ধ হয়ে যাওয়া অস্তিত্বহীন কোম্পানি যেমন রয়েছে, তেমনি শীর্ষস্থানীয় ভালো কোম্পানিও রয়েছে। আইসিবি সূত্রে এ তথ্য জানা যায়।

রও পড়ুন…

পুঁজিবাজারের টাকা নিয়ে পালানোর দিন শেষ: বিএসইসি চেয়ারম্যান

সূত্রে জানা যায়, তালিকাভুক্ত যে ৩১ কোম্পানিতে প্রতিষ্ঠানটির বড় বিনিয়োগ রয়েছে, সেগুলো হলো: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড (বিএটিবিসি), ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল), গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশ লিমিটেড, ন্যাশনাল টি, এপেক্স ট্যানারি, এপেক্স ফুটওয়্যার, স্ট্যান্ডার্ড ব্যাংক, দি একমি ল্যাবরেটরিজ, আরএসআরএম, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ,

ইসলামী ব্যাংক বাংলাদেশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আজিজ পাইপস, কে অ্যান্ড কিউ বাংলাদেশ, মেঘনা সিমেন্ট মিলস, গোল্ডেন সন, বিডি ওয়েল্ডিং, সিলভা ফার্মাসিউটিক্যালস, মিরাকল ইন্ডাস্ট্রিজ, আরামিট সিমেন্ট, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এস আলম কোল্ড রোলড স্টিলস, বিডি থাই অ্যালুমিনিয়াম, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস, ওয়াটা কেমিক্যালস, ম্যাকসন্স স্পিনিং মিলস, ন্যাশনাল পলিমার, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, আরামিট লিমিটেড, দ্য পেনিনসুলা চিটাগং ও হাক্কানী পাল্প অ্যান্ড পেপার লিমিটেড।

এছাড়া, ওটিসি মার্কেটে থাকা পারফিউম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং জাগো করপোরেশনেও আইসিবির উল্লেখযোগ্যসংখ্যক বিনিয়োগ রয়েছে। এর বাইরে বাংলাদেশ অ্যারোমা টি লিমিটেড, ওরিয়ন পাওয়ার রূপসা লিমিটেড এবং ওয়েব লিংক লিমিটেডেও প্রতিষ্ঠানটির বড় বিনিয়োগ রয়েছে। এসব কোম্পানিতে প্রতিষ্ঠানটির বিনিয়োগ দীর্ঘদিন থেকে আটকে আছে।

সূত্রমতে, দীর্ঘদিন ধরেই তালিকাভুক্ত অনেক কোম্পানিতে বিনিয়োগ ধরে রেখেছে আইসিবি। এর মধ্যে অলটেক্স, গোল্ডেন সন, বিডি ওয়েল্ডিং ও আরামিট সিমেন্ট জেড ক্যাটাগরির কোম্পানি হওয়ার কারণে চাইলেই এসব শেয়ার বিক্রি করতে পারছে না আইসিবি।

গত বছর বিডি ওয়েল্ডিংয়ে থাকা আইসিবির ২৫ দশমিক ২৬ শতাংশ শেয়ার আলিফ গ্রুপের কাছে বিক্রি করা নিয়ে জটিলতায় পড়ে প্রতিষ্ঠানটি। মূলত জেড ক্যাটাগরিতে থাকা কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রির ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিধিনিষেধ থাকার কারণে শেয়ার বিক্রির অনুমোদন পায়নি আইসিবি।

তবে জেড গ্রুপের শেয়ার বিক্রির ক্ষেত্রে বিধিনিষেধ থাকলেও এ গ্রুপ এবং বি গ্রপের শেয়ার বিক্রির ক্ষেত্রে প্রতিষ্ঠানটির কোন বিধিনিষেধ নেই।