দেশ প্রতিক্ষণ, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষ তালিকায় রাজত্ব করছে বিমা খাতের কোম্পানি। এদিন গেইনার তালিকার ১০টিই বিমা কোম্পানি। আজ গ্লোবাল ইন্স্যুরেন্স ২ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ দর বেড়ে তালিকার শীর্ষে রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রও পড়ুন…

মেঘনা পেট্রোলিয়ামের সাথে ব্যবসা বাড়াতে জেএমআই’র চুক্তি

তথ্য অনুযায়ী, রোববার কোম্পানিটি সর্বশেষ ২৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৪২৩ বারে ৪১ লাখ ৯১ হাজার ৫২৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৮৬ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৫১০ বারে ৯ লাখ ৪৮ হাজার ৭২৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৩০ লাখ টাকা।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা ৯০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩২ টাকা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নিটল ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড।