দেশ প্রতিক্ষণ, ঢাকা: এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন এর আইপিও বিডিং সম্পর্কিত শেয়ারিং ইউনিফর্ম এবং ইন্টিগ্রেটেড ইলেক্ট্রনিক্স সাবস্ক্রিপশন সিস্টেমের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১ টায় ডিএসই সভাকক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

মূলত শেয়ারবাজার থেকে ১৫০ (একশত পঞ্চাশ) কোটি টাকা সংগ্রাহের জন্য আগামীকাল ২১ থেকে ২৪ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত এনার্জিপ্যাকের ইলেক্ট্রনিক বিডিং কার্যক্রম শুরু হবে।

উক্ত অনুষ্ঠানে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ, ডিরেক্টর এনামুল হক চৌধুরী, ঢাকা স্টক এক্সচেঞ্জ এর ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক এবং ইস্যু ম্যানেজার লংকাবাংলা ইনভেস্টম্যান এর সিইও ইফতেখার আলম সহ সকল প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মমতাগণ উপস্থিত ছিলেন।