দেশ প্রতিক্ষণ, ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে অর্থ উত্তোলনের জন্য ক্রিস্টাল ইন্স্যুরেন্সের লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়। আজ বুধবার বিএসইসির ৭৪১তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

রও পড়ুন…

পাঁচ ইন্সুরেন্সের কোম্পানির লেনদেনে রেকর্ড

সূত্র মতে, কোম্পানিটি অভিহিত মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ১৬ কোটি টাকা সংগ্রহ করবে। আইপিওর টাকা দিয়ে কোম্পানিটি পুঁজিবাজারে ও এফডিআর এ বিনিয়োগ করবে ও আইপিও খরচ পরিচালনা করা হবে।

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৩১ ডিসেম্বর ১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৯২ পয়সা। আর পুনঃমূল্যায়ন ছাড়া নেট এ্যাসেট ভ্যালু রয়েছে ২৪ টাকা ৪২ পয়সা। উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।