দেশ প্রতিক্ষণ, ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার তালিকাভুক্ত ২০টি খাতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৩৪ কোটি ৪২ লাখ টাকা। এর মধ্যে ইন্সুরেন্স খাতেই লেনদেন হয়েছে ৪৪৪ কোটির টাকার বেশি। আমারস্টক সূত্রে এ তথ্য জানা যায়।

রও পড়ুন…

পুঁজিবাজারে ডিসেম্বরের মধ্যেই সুকুক চালু করা হবে

সূত্র জানায়, আজ ইন্সুরেন্স খাতের ৪৭টি কোম্পানির মোট লেনদেন হয়েছে ৪৪৪ কোটি ৪৫ লাখ টাকা। যা ডিএসই মোট লেনদেনের ৪৪.৩৯ শতাংশ। এখাতে কোম্পানিগুলোর মধ্যে আজ ২৯টির, দর কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১টির।

অন্যদিকে, ডিএসই লেনদেনে উল্লেখযোগ্য খাতের মধ্যে রয়েছে লিজিং খাতে ১২.১০ শতাংশ, ফার্মা ও রসায়ন খাতে ৯.০৫ শতাংশ, প্রকৌশল খাতে ৬.০৫ শতাংশ, বস্ত্র খাতে ৫.৭৭ শতাংশ, ব্যাংক খাতে ৪.৫৫ শতাংশ, বিবিধ খাতে ৩.১৮ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩.০৯ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩.০১ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ২.৩১ শতাংশ, তথ্যপ্রযুক্তি খাতে ১.৫২ শতাংশ, টেলিযোগাযোগ খাতে ১.১৫ শতাংশ এবং সিমেন্ট খাতে ১.০৫ শতাংশ।