দেশ প্রতিক্ষণ, ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়্যারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ডাইরেক্টর এবং এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জনাব আনিসুজ্জামান চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

রও পড়ুন..

এ সময় তারা পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং ইউসিবি পুজিবাজারের সার্বিক উন্নয়নে বিএসইসি-এর সাথে একযোগে কাজ করার আশা ব্যক্ত করেন। আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অন্যতম পরিচালক ডা. জুনাইদ শফিক এবং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মাদ শওকত জামিল ও ব্যাংকের কোম্পানি সেক্রেটারি এ টি এম তাহমিদুজ্জামান।

ইউসিবি’র এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান বলেন, ইউসিবি একটি আর্থিক প্রতিষ্ঠান হিসাবে পুজিঁবাজারের টেকসই উন্নয়নের বিষয়টিকে সর্বদা গুরুত্ব প্রদান করে থাকে। সেই অঙ্গীকারে, পুজিঁবাজারের উন্নয়নে কার্যকরভাবে বিএসইসি এর পাশে থাকবে ইউসিবি। সৌজন্য সাক্ষাৎকালে, তারা পুজিঁবাজারের বর্তমান অবস্থা নিয়ে বিশদ আলোচনা করেন এবং যৌথভাবে পুজিঁবাজারের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।