দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মা ও রসায়ন খাতের কোম্পানি রেনেটা লিমিটেডের শেয়ারে বড় পতন হয়েছে। আজ কোম্পানিটির শেয়ার ডিএসই শীর্ষ দরতপনের তালিকায শীর্ষে স্থানে উঠে আসে। কোম্পানিটির শেয়ার আজ ডিভিডেন্ড এ্যাডজাস্ট হওয়ায় দর সমন্বয় হয়েছে। এ কারণে শেয়ারটির বড় পতন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ডিএসইতে শেয়ারটির দর কমেছে ১২৯.২০ টাকা বা ১১.০৭ শতাংশ। তবে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড পরবর্তী মূল্য সমন্বয় হিসেব করলে কোম্পানির শেয়ার দরের উল্টো চিত্র পাওয়া যায়।

সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ১৪০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ স্টক। আজ ছিল কোম্পানির রেকর্ড পরবর্তী লেনদেন। রেকর্ড ডেটের আগে এর ক্লোজিং দর ছিল ১১৬৭.৪০ টাকা। ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড সমন্বয় ক রলে দর দাঁড়ায় ১০৬১.৩০ টাকা। এর বিপরীতে আজ মঙ্গলবার ডিএসইতে শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ১০৩৮.২০। সেই হিসেবে শেয়ারটির দর ২৩.১০ টাকা বা প্রায় ২ শতাংশ কমেছে।