দেশ প্রতিক্ষণ, ঢাকা: দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয় পুঁজিবাজারের মূলধন কমেছে। সূচক গুলোর মধ্যে রয়েছে মিশ্র প্রভাব। বেড়েছে বেশির ভাগ কোম্পানি ও ইউনিটের দর। গেলো সপ্তাহে দুই পুঁজিবাজারে বিনিয়োগকারীরা হারিয়েছে ৫ হাজার ৭১৮ কোটি ২৮ লাখ ৪৪ হাজার টাকার মূলধন। ডিএসই এবং সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গেলো সপ্তাহের শেষ কায দিবসে বাজার মূলধন এসে দ্বাড়িয়েছে ৩ লাখ ৯০ হাজার ৫৩৩ কোটি ৫৬ লাখ ৪৮ হাজার টাকা। যা আগের সপ্তাহ থেকে ২ হাজার ৭৬৬ কোটি ২৬ লাখ ১৪ হাজার টাকা কম। গেলো সপ্তাহে লেনদেনের শুরুতে ডিএসইর মূলধন ছিলো ৩ লাখ ৯৩ হাজার ২৯৯ কোটি ৮২ লাখ ৬২ হাজার টাকা।

গেলো সপ্তাহে ডিএসই প্রধান সূচক ডিএসই-এক্স ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৬৯ পয়েন্টে। আগের সপ্তাহে ডিএসইর এক্স সূচক ৪৮৪৫ পয়েন্ট নিয়ে লেনদেন শুরু হয়। ডিএসইর শরীয়াহ সূচক সপ্তাহের ব্যবধানে ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১১১৮ পয়েন্টে। আগের সপ্তাহে ডিএসই শরীয়াহ সূচক ছিলো ১১২৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়েছে সপ্তাহের ব্যবধানে। আগের সপ্তাহে ডিএসই-৩০ সূচক ১৬৮৭ পয়েন্ট ছিলো। যা থেকে বেড়ে অবস্থান করছে ১৬৮৯ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৬১টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টির শেয়ার ও ইউনিট দর। অপরদিকে দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ২ হাজার ৯৫২ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা।

গেলো সপ্তাহে সিএসইতে লেনদেন শুরু হয় বাজার মূলধন ৩ লাখ ২৪ হাজার ১৬৯ কোটি ৭৮ লাখ ৫০ হাজার টাকা নিয়ে। যা সপ্তাহের শেষে কমে অবস্থান করছে ৩ লাখ ২১ হাজার ২১৭ কোটি ৭২ লাখ ২০ হাজার টাকা। তবে সপ্তাহ শেষে সিএসইর বেশির ভাগ সূচক বৃদ্ধি পেয়েছে। সিএএসপিআই ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৯৬২ পয়েন্টে। যা আগের সপ্তাহে ছিলো ১৩ হাজার ৮৬৩ পয়েন্টে।

সিএসসিএক্স সূচক ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৪০৬ পয়েন্টে। সিএসআই সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯১৪ পয়েন্টে। অন্যদিকে, সিএসই-৩০ সূচক ১৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ২৫২ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ০.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৮টির দর বেড়েছে,১০৭টির কমেছে এবং ৭২টির দর অপরিবর্তিত রয়েছে।