দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৩ কোম্পানি বিএসইসি’র আইনকে তোয়াক্কা করছে না। শেয়ারধারণের শর্ত মানতে এখনো পদক্ষেপই নেয়নি তারা। ফলে এসব কোম্পানির কর্মকান্ডে ক্ষোভ বিরাজ করছে বিনিয়োগকারীদের। তবে বিএসইসির নির্দেশনা মেনে বেক্সিমকো লিমিটেডসহ ১৫ তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকরা সম্মিলিতভাবে ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণের শর্ত পূরণ করেছে। ন্যূনতম শেয়ার ধারণের শর্ত পূরণের সময়সীমা শেষ হবে আগামী ১০ ডিসেম্বর।

এ সময়ের মধ্যে যেসব কোম্পানির উদ্যোক্তা-পরিচালকরা ন্যূনতম শেয়ার ধারণের শর্ত পূরণে ব্যর্থ হবেন, সেসব কোম্পানি পরিচালনায় স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যেই ব্যর্থ কোম্পানির পরিচালনা পর্ষদ স্বতন্ত্র পরিচালক নিয়োগের মাধ্যমে বোর্ড পুনর্গঠনের কর্ম-পরিকল্পনা চূড়ান্ত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

তবে বেশিরভাগ কোম্পানি শেয়ার ধারণের শর্ত মানতে পদক্ষেপ গ্রহণ করলেও ১৩টি কোম্পানির উদোক্তা-পরিচালকরা কোনো উদ্যোগই নেননি। কোম্পানিগুলো হচ্ছে অ্যাকটিভ ফাইন কেমিক্যালস, অগ্নি সিস্টেমস, আলহাজ টেক্সটাইল, সিঅ্যান্ডএ টেক্সটাইল, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, ফাইন ফুডস, ফু-ওয়াং ফুডস, জেনারেশন নেক্সট ফ্যাশনস, ইমাম বাটন, আইএসএন লিমিটেড, মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড, স্যালভো কেমিক্যালস ও সুহৃদ ইন্ডাস্ট্রিজ। এর বাইরে পিপলস লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট অবসায়ন প্রক্রিয়ায় রয়েছে।

ফার্মা এইডস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে জানিয়েছে, তারা শেয়ার ধারণের শর্ত পূরণের অবস্থানে নেই। নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি জানিয়েছে, দুজন পরিচালকের কারণে কোম্পানির ব্যাংক হিসাব আদালতের নির্দেশে ফ্রিজ করা হয়েছে। এ নিয়ে মামলা রয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, দুই দফা সময় বাড়ানোর পরও নির্ধারিত সময়ের মধ্যে যেসব কোম্পানির উদ্যোক্তা-পরিচালকরা সম্মিলিতভাবে ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হবেন, সেসব কোম্পানির শেয়ারহোল্ডারদের মধ্য থেকে যাদের ন্যূনতম ২ শতাংশ শেয়ার রয়েছে তাদের পরিচালক পদে নিয়োগ দেওয়া হবে।

আর তাতেও যদি ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার পূরণ না হয়, তাহলে আনুপাতিক হারে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া যেসব কোম্পানিতে শেয়ারহোল্ডার পরিচালক পাওয়া যাবে না, সেখানে একাধিক স্বতন্ত্র পরিচালক নিয়োগের মাধ্যমে বোর্ড গঠন করা হবে। তবে এটি কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) হবে নাকি বিশেষ সাধারণ সভার (ইজিএম) মাধ্যমে পরিচালক পদ পূরণ করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিত ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণে বর্ধিত সময় শেষ না হলেও ১৫ কোম্পানি শর্ত পূরণ করেছে। এ ছাড়া কয়েকটি কোম্পানি চলতি মাসের মধ্যে শেয়ার ধারণের শর্ত পূরণ করবে বলে বিএসইসিকে জানিয়েছে। অবশ্য এখনো বেশিরভাগ কোম্পানি উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার হোল্ডিং বাড়াতে কোনো পদক্ষেপ নেয়নি।