দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের ব্যবধানে পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্বিতীয় শীর্ষ মূলধনী কোম্পানি ওয়ালটন হাইটেকের বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৫২০ কোটি টাকার বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, আগের সপ্তাহের শেষ কার্যদিবসে বৃহস্পতিবার ওয়ালটন হাইটেকের ক্লোজিং দর ছিল ৭১৩.৪০ টাকা। সেই হিসাবে আগের সপ্তাহে কোম্পানিটির বাজার মুলধন ছিল ২১ হাজার ৬১০ কোটি ৯০ হাজার ৭৯ হাজার টাকা।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৭৯৬.৬০ টাকায়। সেই হিসাবে বিদায়ী সপ্তাহে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িযেছে ২৪ হাজার ১৩১ কোটি ২৭ হাজার ১৮ হাজার টাকায়।

এতে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৫২০ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার টাকা। উল্লেখ্য, বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে প্রায় ১০ হাজার কোটি টাকা।