দেশ প্রতিক্ষণ, ঢাকা: ইউনিক হোটেল এন্ড রিসোর্টস লিমিটেড এর ১৯তম বার্ষিক সাধারণ সভা, বৃহস্পতিবার সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারপার্সন মিসেস সেলিনা আলী। উক্ত সভায় উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর আলী।

সভায় শেয়ারহোল্ডারগন ২০১৯-২০ সালের সমাপ্ত বছরের হিসাবের ভিত্তিতে ১০ শতাংশ নগদ লভ্যাংশ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য অনুমোদন করেন। ভাচুর্য়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিতব্য ১৯ তম বার্ষিক সাধারণ সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার সহ যুক্ত ছিলেন স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ ফোরকান উদ্দিন এফসিএ, মনোনীত পরিচালক ডঃ চোধুরী নাফিজ সারাফাত, মোঃ খালেদ নূর, গাজী মোঃ সাখাওয়াত হোসেন, গোলাম সরোয়ার এফসিএ, এবং কোম্পানী সচিব মোঃ শরীফ হাসান, এলএলবি, এফসিএস।

এছাড়াও সভায় ছিলেন প্রধান অর্থ কর্মকর্তা জনি কুমার গুপ্ত এফসিএ, অভ্যন্তরীন নিরীক্ষা প্রধান মোহাম্মদ সিরাজুল ইসলাম এফসিএ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় শেয়ারহোল্ডারগনের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর আলী কোম্পানীর বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন এবং শেয়ার হোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।