দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪২টির বা ৩৯.২২ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে বিডি ফাইন্যান্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রবিবার বিডি ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৯.৭০ টাকায়। আজ লেনদেন শেষে এর দর দাঁড়ায় ২৭.৪০ টাকা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৩০ টাকা বা ৭.৭৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বিডি ফাইন্যান্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য প্রতিষ্ঠানগুলোর জিকিউ বলপেনের ৬.১৫ শতাংশ,

সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৬.১৩ শতাংশ, সোনালী আঁশের ৫.৮৯ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ৫.৮৫ শতাংশ, ন্যাশনাল পলিমারের ৫.৫৭ শতাংশ, এডিএন টেলিকমের ৫.৪০ শতাংশ, আরামিট সিমেন্টের ৫.৩৭ শতাংশ, বিডি ল্যাম্পসের ৫.১৫ শতাংশ এবং সামিট এলায়েন্স পোর্টের শেয়ার দর ৫.০২ শতাংশ কমেছে।