দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে আসার অপেক্ষায় থাকা কোম্পানি বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের বিডিংয়ের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনর (বিএসইসি)। গত বৃহস্পতিবার কমিশনের নিয়মিত ৭৫৫তম সভায় কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে ২২৫ কোটি টাকা কোটি টাকা সংগ্রহ করবে। এই টাকা কোম্পানিটি তার সহযোগী প্রতিষ্ঠান কর্ণফুলি ও বারাকা পাওয়ারে বিনিয়োগ করবে। একই সাথে আংশিক দীর্ঘ মেয়াদী ঋণ পরিশোধ ও আইপিওর জন্য ব্যয় করবে।

৩০ জুন, ২০২০ অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় ৪ টাকা ৩৭ পয়সা। আর এককভাবে ইপিএস ১ টাকা ৮৪ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ২৩ টাকা। উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।