দেশ প্রতিক্ষণ, ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়ন্ত্রনাধীণ নবগঠিত কোম্পানি সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) এ গত ৩ জানুয়ারি ২০২১ তারিখে বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও এবং ডিএসইর সাবেক প্রধান প্রযুক্তি কর্মকর্তা আ. স. ম. খায়েরুজ্জামান উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও সিওও হিসেবে যোগদান করেছেন৷

ফরহাদ আহমেদ দীর্ঘ কর্মজীবনে ৩৪ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন৷ এর মধ্যে ২৫ বছর তার রয়েছে পুঁজিবাজারে তথা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে শীর্ষ পদে কাজ করার অভিজ্ঞতা৷

তিনি ১৯৮৬ সালে প্রগতি ইন্সুরেন্স কোম্পানিতে ব্যবস্থাপক হিসেবে তার কর্মজীবন শুরু করে ১৯৯৭ সাল পর্যন্ত আইপিও ছাড়ার কার্যক্রম, শেয়ার ডিপার্টমেন্ট এবং মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রমে কাজ করেন৷ পরবর্তীতে তিনি ১৯৯৭ সালে নির্বাহী পরিচালক হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যোগদান করেন৷

এ সময় তিনি সার্ভেইল্যান্স, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিস্টেম, এনফোর্সমেন্ট, ক্যাপিটাল ইস্যু, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, সেন্ট্রাল ডেপুজিটরি এবং সুপারভিশন রেগুলেশন অব ইন্টারমিডিয়ারিজ বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে কাজ করেন৷

তিনি ২০১৫-২০১৮ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস্ (আইওএসকো) এর এনফোর্সমেন্ট অ্যান্ড কর্পোরেশন অ্যাডভাইজার হিসেবেও দায়িত্ব পালন করেন৷ এ সময় তিনি একজন টীম মেম্বার হিসেবে আইওএসকো এর সদস্যদের আইওএসকো মাল্টিলেটারাল মেমোরেন্ডাম অব আন্ডাস্ট্যান্ডিং স্বাক্ষরে সহায়তা করেন।

এছাড়াও তিনি এনফোর্সমেন্ট কোঅপারেশন মনিটরিং গ্রুপ, আইওএসকো এর মেম্বারশীপ (সাধারণ অ্যাসোসিয়েট এবং অ্যাফিলিয়েট) এর বিষয়সমূহ এবং ইনভেস্টর অ্যালার্ট ইত্যাদি বিষয়ক কমিটিকে সহায়তা প্রদানের জন্য দায়িত্ব পালন করেন৷ তিনি ১৯৮৫ ও ৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে বি.কম (অনার্স) এবং এম.কম ডিগ্রি অর্জন করেন৷

আ. স. ম. খায়েরুজ্জামান আইসিটি বিভাগের প্রধান এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে ১৪ বছরেরও বেশি সময় ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড কর্মরত ছিলেন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডকে একটি বিশ্বমানের প্রযুক্তি নির্ভর স্টক এক্সচেঞ্জ হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন৷

ডিএসইর সাথে এই সুদীর্ঘ যাত্রায় তিনি বেশ কয়েকবার প্রধান নির্বাহী কর্মকর্তা/ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেন৷ ২০০৭ ২০০৮ সালে তিনি উপমহাদেশের পুঁজিবাজার নিয়ে একটি কম্পারেটিভ স্টাডি করেন এবং বাংলাদেশ ক্লিয়ারিং এন্ড সেটেলমেন্ট কোম্পানির (সেন্ট্রাল কাউন্টার পার্টি) গঠনের জন্য কনসেপ্ট পেপার প্রস্তুত করেন৷

আ. স. ম. খায়েরুজ্জামান দীর্ঘ ৩১ বছরের কর্মজীবনে বিভিন্ন স্বনামধন্য সংস্থাসমূহের আইসিটি উন্নয়নে ব্যাপক ভূমিকায় পালন করেন৷ তিনি ১৯৯০ সালে প্রযুক্তি সলিউশন কোম্পানিতে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন৷ পরবর্তী সময়ে তিনি অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সিস্টেম এনালিষ্ট/সিস্টেম ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন৷ আ স ম খায়েরুজ্জামান সিসিবিএল এ যোগদানের পূর্বে প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং পদ্মা ব্যাংক লিমিটেডে ৬ বছরের বেশী সময় ধরে এসইভিপি এবং সিটিও/সিআইও হিসেবে দায়িত্ব পালন করেন৷

তিনি ১৯৮৫ এবং ৮৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিএসসি (অনার্স) এবং এম.এম.সি সম্পন্ন করেন৷ তিনি ২০০৭ সালে কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ শেষ করেছেন৷ তার শীর্ষস্থানীয় সলিউশন্স সরবরাহকারী ট্যান্ডেম ইনক (ইউএসএ), ইন্ডিগো মার্কেটেং, এক্সচেঞ্জিং (ভারত)/এসএসআই টেকনোলজি এলএলসি (ভারত); ট্রাপেটসএবি-স্টকহোম, সুইডেন, টিসিএস/সিএমজি লি; ইনফোটেক (মিডেলইস্ট), নাসডাক ওএমএস টেকনোলজি এবি, স্টকহোম, সুইডেন, ফ্লেক্সট্রেড-(সিঙ্গাপুর, মূলদেশঃ ইউএসএ) এর সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও ইউএনডিপি, এডিবি-টেকনিক্যাল এসিস্টেন্ট প্রজেক্ট, ডিএফআইডি এর সাথে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

তিনি আইসিটি অবকাঠামো সিকিউরিটি মেকানিজম ইন্টারনেট ভিত্তিক লেনদেনের ধারনা এবং প্রযুক্তি মেইনটেনেন্স স্ট্র্যাটেজি এটমসফেয়ার, আইসিটি নীতি ও পদ্ধতি বিষয়ে তিনি সিঙ্গাপুর, জাপান. মালয়েশিয়া, ভারত, কাজাকিস্তান, বাহরাইন, পাকিস্তান, মালদ্বীপে বেশ কিছু প্রশিক্ষণ কর্মসূচী এবং টেকনোলজি ইভেন্টে যোগদান করেন।