দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৫৯টি কোম্পানির দুই হাজার ১০৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪৩৬ কেটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে রবি আজিয়াটার। যা মোট লেনদেনের ২১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ রবি আজিয়াটার মোটি ৬ কোটি ৬২ লাখ ৫৮ হাজার ৭৯৫টি শেয়ার ৭৭ হাজার ৫০৪ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটির ৪৩৬ কোটি ৫৪ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বেক্সিমকোর। আজ কোম্পানিটির ২২৯ কোটি ৫১ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা মোট লেনদেনের ১০.৮৮ শতাংশ এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৬ কোটি ৮ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে লংকাবাংলা ফাইন্যান্সের। যা মোট লেনদেনের ৬.৪৫ শতাংশ।

ডিএসইতে টপটেন লেনদেন উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ফার্মার ৮৮ কোটি ৪৯ লাখ ৯০ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৬১ কোটি ৩৫ লাখ ৩ হাজার টাকার, আইএফআইসির ৪৭ কোটি ২৪ লাখ ৫ হাজার টাকার, সামিট পাওয়ারের ৩৭ কোটি ৮৯ লাখ ২৩ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৩৭ কোটি ৫৫ লাখ ১৫ হাজার টকার, স্কয়ার ফার্মার ৩৭ কোটি ২৮ লাখ ৮৯ হাজার টাকার এবং বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৩৫ কোটি ৭৩ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।