দেশ প্রতিক্ষণ, ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির ঘোষিত বোনাস লভ্যাংশের শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি তিনটি হলো: বাংলাদেশ মনোস্পোল পেপার ম্যানুফ্যাকচারিং, ফরচুন সুজ এবং পেপার প্রোসেসিং অ্যান্ড প্যাকেজিং।

তথ্য মতে, কোম্পানি তিনটির বোনাস শেয়ার বুধবার (২০ জানুয়ারি) শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে।  এর আগে ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ মনোস্পোল পেপার ম্যানুফ্যাকচারিং ৮ শতাংশ, ফরচুন সুজ ৫ শতাংশ এবং পেপার প্রোসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের ১১ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানি তিনটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিতে ঘোষিত বোনাস লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।