দেশ প্রতিক্ষণ, ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩২ কোম্পানির পরিচালনা পর্ষদ বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। সভায় কোম্পানিগুলোর অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর’২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে। স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো: হা-ওয়েল টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ৩০ জানুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। প্যাসিফিক ডেনিমস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ৩০ জানুয়ারি দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। জেনেক্স ইনফোসিস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ৩০ জানুয়ারি বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

রংপুর ডেইরি ফুড অ্যান্ড প্রডাক্টস (আরডি ফুড) লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ৩০ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। কে অ্যান্ড কিউ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ৩০ জানুয়ারি দুপুর ২টায় ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। দুলামিয়া কটন পরিচালনা পর্ষদের সভা আগামী ২৮ জানুয়ারি দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

জুট স্পিনার্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ৩০ জানুয়ারি সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। কুইন সাউথ টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ৩০ জানুয়ারি ৪টায় অনুষ্ঠিত হবে। ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ৩০ জানুয়ারি দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। জিকিউ বলপেন পরিচালনা পর্ষদের সভা আগামী ৩১ জানুয়ারি দুপুর সাড়ে ৩টায় মিনিটে অনুষ্ঠিত হবে।

রিজেন্ট টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ৩০ জানুয়ারি দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এছাড়া, এইচআর টেক্সটাইল, জেনারেশন নেক্সট ফ্যাশন, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, ইউনাইটেড পাওয়ার, এসোসিয়েটেড অক্সিজেন, সামিট এলায়েন্স পোর্ট, এসএস স্টিল, ফরচুন সুজ, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, লিগ্যাসি ফুটওয়্যার, সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, এস্কয়ার নিট কম্পোজিট, শেফার্ড, কপারটেক এবং গোল্ডেন সন।

কোম্পানিগুলোর মধ্যে এইচআর টেক্সটাইলের ৩০ জানুয়ারি বিকাল ৩টায়, জেনারেশন নেক্সট ফ্যাশনের ৩১ জানুয়ারি বিকাল ৩টায়, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৩০ জানুয়ারি বিকাল সাড়ে ৫টায়, ইউনাইটেড পাওয়ারের ৩০ জানুয়ারি বেলা সাড়ে ১১টায়, এসোসিয়েটেড অক্সিজেনের ২৮ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায়, সামিট এলায়েন্স পোর্টের ৩০ জানুয়ারি দুপুর ১২টায়, এসএস স্টিলের ৩০ জানুয়ারি বিকাল সাড়ে ৫টায়, ফরচুন সুজের ৩০ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায়, এনার্জিপ্যাক পাওয়ারের ২৮ জানুয়ারি বিকাল ৪টায়,

লিগ্যাসি ফুটওয়্যারের ৩১ জানুয়ারি বিকাল ৩টায়, সায়হাম কটনের ৩০ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায়, সায়হাম টেক্সটাইলের ৩০ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায়, এস্কয়ার নিট কম্পোজিটের ২৮ জানুয়ারি বিকাল ৩টায়, শেফার্ডের ৩০ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায়, কপারটেকের ৩০ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় এবং গোল্ডেন সনের বোর্ড সভা ৩০ জানুয়ারি বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।

ফান্ডগুলো হচ্ছে- পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা ৩১ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। পিএইচপি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা ৩১ জানুয়ারি বিকাল ৩টা ০৫ মিনিটে অনুষ্ঠিত হবে। ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা ৩১ জানুয়ারি বিকাল ৩টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে। এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা ৩১ জানুয়ারি বিকাল ৩টা ১৫মিনিটে অনুষ্ঠিত হবে। রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা ৩১ জানুয়ারি বিকাল ৩টা ২৫ মিনিটে অনুষ্ঠিত হবে।