দেশ প্রতিক্ষণ, ঢাকা: এডিএন ডিজিনেট লিমিটেড নামে নতুন একটি কোম্পানিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড। প্রস্তাবিত নতুন কোম্পানিটির পরিশোধিত মূলধনের ৪০ শতাংশে বিনিয়োগ করবে তারা। এডিএন ডিজিনেটের পরিশোধিত মূলধন হবে ৫০ লাখ টাকা।

এর ৪০ শতাংশ হিসেবে কোম্পানিটিতে এডিএন টেলিকমের বিনিয়োগ হবে ২০ লাখ টাকা। এ বিনিয়োগের জন্য প্রতিটি ১০০ টাকা দরে এডিএন ডিজিনেটের ২০ হাজার শেয়ার কিনবে এডিএন টেলিকম। সব ধরনের নিয়ন্ত্রণমূলক শর্ত পরিপালন সাপেক্ষে এ বিনিয়োগ সম্পন্ন করবে তারা।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) এডিএন টেলিকমের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮৯ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ইপিএস হয়েছে ৫৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৫ পয়সা। ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৯৭ পয়সা।