দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১০ ফেব্রুয়ারি বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। কোম্পানির অনুমোদিত মূলধন ৫৪০ কোটি এবং পরিশোধিত মূলধন১৮০ কোটি টাকা। এর রিজার্ভে রয়েছে ৩ হাজার ৩৯৮ কোটি ৯১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৮ কোটি।

এর মধ্যে ৭২.৯১ শতাংশ পরিচালক, ০.৬৪ শতাংশ সরকার, ১১.৯৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ১১.৪২ শতাংশ বিদেশি এবং ৩.০৫ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে। ২০১৯ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।