দেশ প্রতিক্ষণ, ঢাকা: শেয়ারবাজারে প্রকৌশলখাতে তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেন সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জিকিউ বলপেন তাদের ঘোষিত নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

এদিকে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২০) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.২৫ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ০.২১ টাকা। অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই-ডিসেম্বর, ২০২০) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪.৯৭ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ০.৬৯ টাকা।