দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৯৫ কোটি ৬০ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩২ কোটি ৬৮ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো।

দ্বিতীয় সর্বোচ্চ ৩১ কোটি ৫ লাখ ২০ হাজার টাকার বৃটিশ আমেরিকান ট্যোবাকোর এবং তৃতীয় সর্বোচ্চ ১৬ কোটি ৬৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। এছাড়া বারাকা পাওয়ারের ৭ লাখ ১৩ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ১৮ লাখ ৬০ হাজার টাকার, বিডি থাইয়ের ৪২ লাখ ৭৪ হাজার টাকার, বিকন ফার্মার ৮ কোটি ৬৯ লাখ ৫৬ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৩৭ লাখ ১৪ হাজার টাকার,

সিভিও পেট্রোকেমিক্যালের ১৪ লাখ ১৯ হাজার টাকার, মীর আখতারের ৫ লাখ ২৩ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৫ লাখ ৮৪ হাজার টাকার, নিউ লাইন ক্লোথিংসের ৮ লাখ ৫৫ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলসের ১০ লাখ ৫০ হাজার টাকার, ওয়ান ব্যাংকের ৮ লাখ ৫৯ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৪ কোটি ২ লাখ ৮১ হাজার টাকার এবং রেনেটার ৮৯ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।