দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত রবি আজিয়াটা সমাপ্ত অর্থবছরে কোন লভ্যাংশ দিবে না। ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ফলে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড থেকে বঞ্চিত করছে রবি আজিয়াটা।

সদ্য তালিকাভুক্তি কোম্পানির এ ধরনের আচরনে ক্ষোভ প্রকাশ করছেন বিনিয়োগকারীরা।বিনিয়োগকারীদের প্রশ্ন যেখানে কোম্পানি গত বছরের তুলনায় মুনাফা বাড়ছে সেখানে ডিভিডেন্ড না দেওয়ার কারন কি? নিয়ন্ত্রক সংস্থার এ সব বিষয় খতিয়ে দেখা উচিত।

কোম্পানি সূত্র মতে, এই সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিলো ৪ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২০ শেষ সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৩ টাকা ৯০ পয়সা। গত বছরের একই সময়ে এনএভি ছিলো ১২ টাকা ৬৪ পয়সা।

আগামী ২১ মার্চ ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ মার্চ।