দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বহূজাতিক ও মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়াটার পর্ষদের ‘নো’ ডিভিডেন্ড সুপারিশের কারনে কোম্পানিটির শীর্ষ ম্যানেজমেন্টকে তলব করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামিকাল (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তাদেরকে কমিশনে তলব করা হয়েছে।

কোম্পানিটির পরিচালনা পষর্দ আজ (১৫ ফেব্রুয়ারি) ২০২০ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অথচ কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩৩ টাকা।

মুনাফা সত্ত্বেও ‘নো’ ডিভিডেন্ড সুপারিশের কারনে ব্যাখ্যা চেয়ে এই তলব করেছে কমিশন। এর আগে তালিকাভুক্তির প্রথম বছরেই ‘নো’ ডিভিডেন্ড সুপারিশ করায় এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শীর্ষ ম্যানেজমেন্টকে তলব করেছিল কমিশন। যাদেরকে কমিশন অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করতে বাধ্য করেছিল। তবে রবি আজিয়াটার ক্ষেত্রে কমিশন কতটা শক্ত ভূমিকা পালন করতে পারে, তা সময় বলে দেবে।

তালিকাভুক্তির প্রথম বছরেই লভ্যাংশ না দেওয়ার এই সিদ্ধান্ত আগামীকাল বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশংকা করা হচ্ছে। আর এমন অনাকাঙ্খিত পরিস্থিতি এড়ানোর লক্ষ্যেই জরুরি ভিত্তিতে কোম্পানিটির শীর্ষ কর্তাদের ডেকে পাঠিয়েছে বিএসইসি। কালকের বৈঠকে কোম্পানিটিকে শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের জন্যে হলেও কিছু লভ্যাংশ ঘোষণার পরামর্শ দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে রবির পক্ষে এ পরামর্শ বাস্তবায়ন করা সম্ভব হবে কি না তা নিশ্চিত নয়।

সম্প্রতি পুঁজিবাজারে আসা রবির সর্বশেষ বছরে শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৪ পয়সা। তারপরও কোম্পানি তালিকাভুক্ত হওয়ার পর লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে এর শেয়ারের দাম। এক মাসের সময়ের ব্যবধানে ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের দাম ৭০ টাকা উঠে যায়। অবশ্য তারপর থেকেই শেয়ারটির মূল্য সংশোধন চলছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে ৪২ টাকা থেকে ৪৬ টাকার মধ্যে এই শেয়ার কেনাবেচা হয়েছে।

অনেক বড় মূলধনধারী এই কোম্পানির শেয়ারে বিপুল সংখ্যক বিনিয়োগকারীর বিনিয়োগ আটকে গেছে। নো ডিভিডেন্ডের কারণে শেয়ারের দাম কমে গেলে আরও অনেক বিনিয়োগ আটকে যাবে। তাতে বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে এমন আশংকা থেকেই রবির কর্মকর্তাদেরকে দ্রুত ডেকে পাঠানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

এ বিষয়ে বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘নো’ ডিভিডেন্ডের ব্যাখ্যা দেওয়ার জন্য রবি আজিয়াটার শীর্ষ ম্যানেজমেন্টকে আগামিকাল দুপুর সাড়ে ১২টায় কমিশনে তলব করা হয়েছে।