দেশ প্রতিক্ষণ, ঢাকা: হঠাৎ করে বিমা খাতের শেয়ারে পালে হাওয়া। ডিএসইতে আজ সর্বোচ্চ লেনদেন বাড়া কোম্পানিগুলোর মধ্যে অর্থাৎ টপটেন গেইনার তালিকায় ৯০ শতাংশই বীমা খাতের কোম্পানির দখলে রয়েছে। আজ টপটেন গেইনার তালিকায় ১০টি কোম্পানির মধ্যে ৯টি বা ৯০ শতাংশ বীমা খাতের। এই নয়টি মধ্যে শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে জনতা ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি বিমা খাতে শৃঙ্খলা ফেরাতে নতুন কোনো ঘোষণা নেই বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা আইডিআরের। নেই কোনো মূল্য সংবেদনশীল তথ্য, যাতে শেয়ারের দর বাড়তে পারে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা প্রতিষ্ঠানগুলোর। এরপরও বুধবার লেনদেনের এক ঘণ্টায় সবচেয়ে বেশি দর বৃদ্ধি পাওয়া ৩৭ কোম্পানির সবগুলোই ছিল বিমা কোম্পানি। এমনকি বিমার ১৭ কোম্পানির শেয়ার বিক্রেতাশূন্য হয়ে যায়।

পুঁজিবাজার বিশ্লেষক আবু আহমেদ বলেন, বিমা নিয়ে আগেও কারসাজি হয়েছে। তখন সিংহভাগ বিমা কোম্পানির শেয়ারের দর অতিমূল্যায়িত করা হয়েছে। সে সময় অনেক বিনিয়োগকারী বিমার শেয়ার কিনে লোকসানে পড়েছেন। এখন আবারও তা করা হচ্ছে কি না তা দেখা উচিত। তিনি বলেন, বিমা নিয়ে এখন পর্যন্ত এমন কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই যাতে হঠাৎ এমন উল্লম্ফন হতে পারে।

গত ১৫ ফেব্রুয়ারি সোমবার আইডিআরএ জাতীয় বিমা দিবস সামনে রেখে সংবাদ সম্মেলন করেছিলেন। যেখানে বিমা মেলার বিশেষ দিকগুলো উপস্থাপন করা হয়। এর আগে আইডিআরএ চেয়ারম্যান এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে ডেল্টা লাইফের ঘুষ দাবির অভিযোগ আনলে নেতিবাচক প্রভাব পড়ে পুরো বিমা খাতে।

এ নিয়ে ডেল্টা লাইফের বিরুদ্ধে মানহানির মামলা, ভ্যাট ফাঁকির অভিযোগে এনবিআরের মামলাসহ প্রতিষ্ঠানটিতে প্রশাসক নিয়োগ করা হয়। বুধবার লেনদেনের এক ঘণ্টায় সূচকের উত্থান অব্যাহত আছে পুঁজিবাজারে। লেনদেন হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। দর বৃদ্ধির দিক দিয়ে লেনদেনের এক ঘণ্টায় এগিয়ে আছে তালিকাভুক্ত বিমা খাত। শেয়ার বিক্রেতাশূন্য হয়ে আছে বিমার ১৭ কোম্পানির।

এ সময় শেয়ারের বিক্রেতাশূন্য হয়ে পড়ে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, যার দর বেড়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৯১ শতাংশ, নর্দান ইন্স্যুরেন্সের দর বেড়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ। ক্রিস্টাল ইন্স্যুরেন্সের দর বেড়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের দর বেড়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ। এছাড়া এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ ৯ শতাংশের বেশি বেড়েছে।