দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মোজাফফর হোসেন স্পিনিং মিলসের নতুন স্পিনিং ওয়্যারহাউজে (রিং ইউনিট) আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কোম্পানির প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ডিএসইকে এমন তথ্যই জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি রাতে কোম্পানির রিং ইউনিট ওয়্যারহাউজে আগুনের ঘটনা ঘটে। এতে কাঁচা তুলা, ফিনিশড ইয়ার্ন ও ওয়্যারহাউজের শেড পুড়ে যায়।

তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস কর্মীরা কারখানায় পৌঁছান। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় সাত ঘণ্টা পর আগুন নেভাতে সক্ষম হয়। কোম্পানিটি ধারণা করছে, আগুনে তাদের প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রতিষ্ঠান সূত্র জানায়, যেসব আংশিক বাতিন কটন, ফিনিশড ইয়ার্ন ও ওয়্যারহাউজ শেড বিমা কোম্পানির অধীনে রয়েছে, সেগুলোর ক্ষতির পরিমাণ জরিপ করার জন্য বিমা কোম্পানি জরিপকারী সংস্থাকে নিয়োগ দেবে।