দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্তির অপেক্ষায় থাকা লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) আর্থিক ফলাফল প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সর্বশেষ প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ৫২ পয়সা ছিল। আইপিও পরবর্তী শেয়ার সংখ্যা বিবেচনায় সর্বশেষ প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৪২ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিক (জুলাই’২০-ডিসেম্বর’২০) বা প্রথম ছয় মাসে কোম্পানিটির বেসিক ইপিএস হয়েছে ৮৭ পয়সা। আগের বছর একই সময়ে বেসিক ইপিএস ছিল ৭৭ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার সংখ্যা বিবেচনায় দুই প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৬০ পয়সা।