দেশ প্রতিক্ষণ, ঢাকা: বড় ধরনের দরপতনের মধ্য দিয়ে গেল সপ্তাহ পার করেছে দেশের পুঁজিবাজার। এতে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক কমেছে ১ শতাংশের উপরে। বিনিয়োগকারীরা হারিয়েছেন সাড়ে চার হাজার কোটি টাকার বেশি। পুঁজিবাজারের এমন দুর্দিনে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে মিউচ্যুয়াল ফান্ড। গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে দাম বাড়ার শীর্ষ ১০টি স্থানের পাঁচটিই দখল করেছে মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে শীর্ষ ছয়টির চারটিই রয়েছে মিউচ্যুয়াল ফান্ড।

মন্দাবাজারে দাম বাড়ার ক্ষেত্রে এমন দাপট দেখালেও দীর্ঘদিন ধরেই শেয়ারবাজারে বেশিরভাগ মিউচ্যুয়াল ফান্ড ধুঁকছে। যে কারণে এখনও তালিকাভুক্ত ৩৭টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৩১টির দাম ফেসভ্যালুর নিচে রয়েছে। গেল সপ্তাহে বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ছিল সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। ফলে সপ্তাহজুড়েই মিউচ্যুয়াল ফান্ডটির দাম বেড়েছে। এর মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রতিষ্ঠানটি দাম বাড়ার শীর্ষ স্থান দখল করেছে।

ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসায় গত সপ্তাহজুড়ে মিউচ্যুয়াল ফান্ডটির দাম বেড়েছে ২৮ দশমিক ৩৬ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা। সপ্তাহ শেষে ফান্ডটির প্রতিটি ইউনিটের দাম দাঁড়িয়েছে ১৭ টাকা ২০ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ১৩ টাকা ৪০ পয়সা।
এই দাম বাড়ার আগে অবশ্য প্রায় তিন মাস ধরে মিউচ্যুয়াল ফান্ডটির দরপতন হয়।

গত ১০ জানুয়ারি মিউচ্যুয়াল ফান্ডটির প্রতিটি ইউনিটের দাম ছিল ২৮ টাকা ৬০ পয়সা। সেখান থেকে কমতে কমতে ১৩ টাকায় নেমে আসে। গত সপ্তাহে বিনিয়োগকারীদের চাহিদের শীর্ষে চলে আসলেও এক শ্রেণির বিনিয়োগকারীরা মিউচ্যুয়াল ফান্ডটি বিক্রি করতে চাননি। এতে সপ্তাহজুড়ে ফান্ডটির লেনদেন হয়েছে ছয় কোটি ৩৮ লাখ ১০ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে এক কোটি ৫৯ লাখ ৫২ হাজার টাকা।

দাম বাড়ার শীর্ষ তালিকায় সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের পরের অবস্থানে রয়েছে ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠান এমারেল্ড অয়েল। গেল সপ্তাহে এই কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২১ দশমিক ৬৭ শতাংশ। দাম বাড়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স। গেল সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৮ দশমিক ৩০ শতাংশ। পরের তিনটি স্থানে রয়েছে মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১ এর ১২ দশমিক ৩৩ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপাল ব্যাংক ব্যালেন্স ফান্ডের ১০ দশমিক ৯৪ শতাংশ এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮ দশমিক ৬৩ শতাংশ দাম বেড়েছে। এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- নিটল ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৪০ শতংশ, এসইএমএল আইবিবিএল শরীয়াহ্ ফান্ডের ৮ দশমিক ৩৩ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৭ দশমিক শূন্য ৯ শতাংশ এবং রহিমা ফুডের ৬ দশমিক ৬৩ শতাংশ দাম বেড়েছে।