দেশ প্রতিক্ষণ, ঢাকা: শেয়ারবাজারে বিদ্যুৎ ও জ্বালনি খাতে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে প্রেরণ করেছে। মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে মেঘনা পেট্রোলিয়াম। প্রসঙ্গত, ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে মেঘনা পেট্রোলিয়াম ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।