দেশ প্রতিক্ষণ, বরিশাল: বরিশাল বিভাগে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে বরিশাল জেলায় দুইজন এবং বরগুনা জেলায় আরও দুইজনের মৃত্যু হয়। বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর ও স্থানীয় স্বাস্থ্যসেবা কর্মকর্তাদের কাছ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে চারদিনের ব্যবধানে বিভাগে ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। স্বাস্থ্য দফতর বলছে, ১৭ দিনে ছয় জেলায় ২৭ হাজার ৬৫২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

ডায়রিয়া সংক্রমন সবচেয়ে বেশি রয়েছে দ্বীপজেলা ভোলায়। মোট আক্রান্তের মধ্যে ৭০৬৭ জন। পটুয়াখালী জেলায় ৬৩৬৪ জন, বরগুনায় ৪২০৩ জন, পিরোজপুরে ৩৬২৮ জন, বরিশাল জেলায় ৩৬০৬ জন এবং ঝালকাঠি জেলায় ২৭৮৪ জন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গ্রীষ্মের এ সময়ে বিভিন্নস্থানে পানি কমে যায়। ফলে জীবানু অল্প পানিতে অধিকমাত্রায় জমে। এ সময় খাল, ডোবা, জলাশয়ের পানি ব্যবহার করলে সংক্রমিত হয়ে পড়ে বেশি।

এ কর্মকর্তা বলেন, লক্ষ্য করে দেখবেন গ্রামের অসচেতন মানুষ বেশি ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। সচেতন মানুষ সহজে ডায়রিয়ায় আক্রান্ত হন না। গ্রামের মানুষ তাদের খাদ্যদ্রব্যে খাল, ডোবা বা পুকরের পানি ব্যবহার করে এ রোগে আক্রান্ত হচ্ছেন বেশি।

ডায়রিয়ার প্রকোপ ঠেকাতে স্বাস্থ্য বিভাগে এখন পর্যন্ত স্যালাইন পর্যাপ্ত রয়েছে। তবে এ অবস্থা চলতে থাকলে সংকট দেখা দিবে। এজন্য আগেই মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। তবে বিভাগের প্রত্যেক হাসপাতালে ডায়রিয়ার ওয়ার্ড সংকট রয়েছে বলে জানান তিনি।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, শনিবার (১৭ এপ্রিল) বরিশাল জেলার বাকেরগঞ্জে দুইজনের মৃত্যু হয়েছে। এদের একজন উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ২৫ বছর বয়সী নারী। আরেকজন একই উপজেলার ভরপাশা এলাকার দাশপাড়া গ্রামের ৪৫ বছর বয়সী পুরুষ।

চারজন বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। বাকি দু’জনের বাড়ি বরগুনা জেলায়। এদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে নিজ নিজ বাড়িতে। এছাড়া একজনের মৃত্যু হয়েছে হাসপাতালে। ওদিকে বরগুনা জেলার বেতাগী উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুজন মারা গেছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

তিনি জানিয়েছেন উপজেলার মোকামিয়া ইউনিয়নের কাইয়ালঘাটা গ্রামের ৭০ বছর বয়সী একজন ও বেতাগী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ৬০ বছর বয়সী এক নারী মৃত্যুবরণ করেন। এ চারজনই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। এর আগে ১৩ এপ্রিল (মঙ্গলবার) বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়ন এবং ভরপাশায় ইউনিয়নে দুজনের মৃত্যু হয়।

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শঙ্কর প্রসাদ অধিকারী জানিয়েছেন, বরিশাল জেলার মধ্যে বাকেরগঞ্জ উপজেলায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি বেশি বেড়েছে। এ উপজেলায় শনিবার সকাল ১০টা পর্যন্ত ১১৫ জন ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসা গ্রহণ করেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২০ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে শিশু রোগী ভর্তি সংখ্যা ৩৫ জনের বেশি রয়েছে। আর জেনারেল হাসপাতালে ৪ শয্যার দুটি ওয়ার্ডে রোগী ভর্তি হয়েছেন ৭০ জনের মতো।