দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচিত প্রান্তিকে কোম্পানিটির মুনাফায় বড় ধরণের প্রবৃদ্ধি হয়েছে।

জানা গেছে, কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮৯ টাকা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৪৫ টাকা। এ হিসাবে কোম্পানিটির ইপিএস ০.৪৪ টাকা বা ৯৮ শতাংশ বেড়েছে। লাফার্জ হোলসিম সিমেন্টের বছরের প্রথম তিন মাসে নিট বিক্রি গত বছরের তুলনায় ২৩ শতাংশ বেড়েছে। যেখানে মুনাফা বেড়েছে ৯৮ শতাংশ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সম্পর্কে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজেশ সুরানা বলেন, উদ্ভাবন ও টেকসই ব্যবসায় সুনির্দিষ্ট আলোকপাতের মাধ্যমে ধারাবাহিকভাবে দারুন ফলাফল অর্জন করতে আমরা সমর্থ হয়েছি। আমাদের নতুন পানি প্রতিরোধী সিমেন্ট এবং নতুন বিপণন চ্যানেল ‘ডিরেক্ট টু রিটেইল’ ভালো সাড়া ফেলতে সক্ষম হয়েছে। নতুন নতুন নির্মাণ পণ্য উদ্ভাবনের আমাদের সক্ষমতা রয়েছে।

তিনি আরও বলেন, এই প্রান্তিকে আমরা ক্লিয়ার সাইজ অ্যাগ্রিগেটস ব্যবসা শুরু করেছি। এর আগে ক্লিয়ার সাইজ অ্যাগ্রিগেটসের শতভাগ চাহিদা আমদানির মাধ্যমে পূরণ করা হত। ফলে এর মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। গ্রাহকদের কাছ থেকে এই পণ্যের ইতিবাচক চাহিদা আমরা পাচ্ছি।

প্রতিষ্ঠানটির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, ২০২১ সালে প্রথম প্রান্তিকে কোম্পানির নিট বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় শতকরা ২৩ ভাগ বেড়ে ৬ হাজার ৩১৮ মিলিয়ন টাকা হয়েছে। কর পূর্ববর্তী মুনাফা হয়েছে ১ হাজার ৩৬০ মিলিয়ন টাকা। যা আগের বছরের একই সময়ের তুলনায় শতকরা ১০৫ ভাগ বেশি। নিট মুনাফা বেড়েছে শতকরা ৯৮ ভাগ।

সপ্তাহজুড়ে চাঙ্গা পুঁজিবাজার, মূলধন বাড়ল সাড়ে পাঁচ হাজার কোটি টাকা: কঠোর লকডাউনের মধ্যেও দেশের পুঁজিবাজারে চাঙ্গা ভাবের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। ফলে গত ৮ কার্যদিবস ধরে পুঁজিবাজার স্বাভাবিক গতিতে চলতে শুরু করছে। ফলে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। আর আস্থা বাড়ার ফলে সপ্তাহের ব্যবধানে মূলধন বাড়ল সাড়ে পাঁচ হাজার কোটি টাকা।

গত বৃহস্পতিবার মতিঝিলের বিভিন্ন মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস ঘুরে দেখা গেছে, বিনিয়োগকারীদের সশরীরে উপস্থিতি কম থাকলেও অনেকেই অনলাইন এবং টেলিফোনে শেয়ার লেনদেন করেছেন। খাজা ইক্যুইটির ট্রেডিং কর্মকর্তাকে বিনিয়োগকারীদের বাইসেলের কলের অর্ডার মোবাইল কলে নিতে দেখা গেছে। শুধু খাজা ইক্যুইটিই নয় বেশিরভাগ হাউসের ট্রেডিং কর্মকর্তারা মোবাইলে বাইসেল অর্ডার নিয়েছেন।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে ব্যাংকের সুদের হার নিম্নমুখী। এছাড়া অন্যান্য খাতে বিনিয়োগের বিপরীতে রিটার্নের হার কম। একমাত্র পুঁজিবাজার থেকেই দুই অংকের রিটার্ন পাওয়া সম্ভব। বিশেষ করে কভিড-১৯ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, ভারতসহ অনেক দেশের পুঁজিবাজারে আশাতীত রিটার্ন এসেছে। গত বছরের শেষার্ধে বাংলাদেশের পুঁজিবাজার বৈশ্বিক রিটার্নের তালিকায় শীর্ষে ছিল। যদিও চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশের পুঁজিবাজারে নিম্নমুখিতা দেখা গেছে। সব মিলিয়ে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়তে থাকলে সামনের দিনগুলোতে দেশের পুঁজিবাজার ইতিবাচক থাকবে বলেই মনে করছেন তারা।

এছাড়া গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন সাড়ে পাঁচ হাজার কোটি টাকার ওপরে বেড়েছে। এতে লকডাউনের দুই সপ্তাহে বাজার মূলধন নয় হাজার কোটি টাকার বেশি বাড়ল। বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের প্রতি কার্যদিবসই শেয়ারবাজার ঊর্ধ্বমুখী থাকে। এতে সপ্তাহজুড়ে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। সেই সঙ্গে বেড়েছে সবকটি মূল্যসূচক। পাশাপাশি লেনদেনের গতিও বেড়েছে।

গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৬৮ হাজার ৩১৬ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৪ লাখ ৬২ হাজার ৭৫৪ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ৫৬২ কোটি টাকা।

আগের সপ্তাহেও বড় অঙ্কের মুলধন বাড়ে বাজারটিতে। আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বাড়ে ৩ হাজার ৫১৫ কোটি টাকা। এ হিসেবে লকডাউনের দুই সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বাড়ল ৯ হাজার ৭৭ কোটি টাকা। বাজার মূলধন বাড়া বা কমার অর্থ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম সম্মিলিতভাবে ওই পরিমাণ বেড়েছে বা কমেছে।

এদিকে গত সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১২৪ দশমিক ৮৪ পয়েন্ট বা ২ দশমিক ৩৫ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ৫৫ দশমিক ৪১ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ৫ শতাংশ। অর্থাৎ টানা দুই সপ্তাহের উত্থানে ডিএসইর প্রধান মূল্যসূচক বাড়ল ১৮০ পয়েন্ট। অবশ্য তার আগের চার সপ্তাহ টানা এই সূচকটি কমে। আগের চার সপ্তাহের টানা পতনে ডিএসইর প্রধান মূল্যসূচক কমে ৩১৪ দশমিক শূন্য ৯ পয়েন্ট।

প্রধান মূল্যসূচকের পাশাপাশি লকডাউনের দুই সপ্তাহেই বেড়েছে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক। গত সপ্তাহে এই সূচকটি বেড়েছে ৬০ দশমিক ৭৩ পয়েন্ট বা ৩ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ৩৬ দশমিক ৪৩ পয়েন্ট বা ১ দশমিক ৮৩ শতাংশ। এ হিসেবে লকডাউনের দুই সপ্তাহে এই সূচকটি বাড়ল ৯৭ পয়েন্ট।

অপরদিকে ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচকও লকডাউনের দুই সপ্তাহেই বেড়েছে। গত সপ্তাহে সূচকটি বেড়েছে ২৮ দশমিক ৩১ পয়েন্ট বা ২ দশমিক ৩৪ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ১১ দশমিক ৪২ পয়েন্ট বা দশমিক ৯৫ শতাংশ। এ হিসেবে দুই সপ্তাহের টানা উত্থানে সূচকটি বাড়ল ৩৯ পয়েন্ট।

সবকটি মূল্যসূচকের উত্থানের পাশাপাশি গত সপ্তাহে ডিএসইতে লেনদেন অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ২০৬টি প্রতিষ্ঠান। বিপরীতে দাম কমেছে ১০০টির। আর ৬৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৮৫১ কোটি ৯৭ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৫০৪ কোটি ৮০ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৩৪৭ কোটি ১৭ লাখ টাকা বা ৬৮ দশমিক ৭৭ শতাংশ।

আর গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ২৫৯ কোটি ৮৭ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ২ হাজার ১৯ কোটি ২২ লাখ টাকা। সে হিসেবে মোট লেনদেন বেড়েছে ২ হাজার ২৪০ কোটি ৬৫ লাখ টাকা বা ১১০ দশমিক ৯৭ শতাংশ। মোট লেনদেন বেশি হারে বাড়ার কারণ গত সপ্তাহের আগের সপ্তাহে এক কার্যদিবস কম লেনদেন হয়।

গত সপ্তাহে ডিএসইর মূল বাজারে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০ কোম্পানির মধ্যে রয়েছে- বেক্সিমকো, লংকাবাংলা ফাইন্যান্স, বাংলাদেশ ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্রিটিশ আমেরিকান টোবাকো, রবি, লাফার্জহোলসিম বাংলাদেশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, সামিট পাওয়ার এবং অগ্রণী ইন্স্যুরেন্স।

সপ্তাহজুড়ে ৫৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫৭ কোম্পানি লভ্যাংশ এবং প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো : ই-জেনারেশন লিমিটেড, শমরিতা হসপিটাল লিমিটেড, এসকে ট্রিমস লিমিটেড, এডিএন টেলিকম, সোনালী পেপার লিমিটেড, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট, জনতা ইন্স্যুরেন্স, এবি ব্যাংক, ইসলামী ব্যাংক, পেনিনসুলা চিটাগাং, রানার অটোমোবাইলস, আইসিবি, আইপিডিসি, মার্কেন্টাইল ব্যাংক এবং মেঘনা পেট্রোলিয়াম।

এনআরবিসি ব্যাংক, রেকিট বেনকিজার, আইসিবি ইসলামিক ব্যাংক, পাওয়ার গ্রীড, সিলভা ফার্মা, আরএসআরএম স্টিল, এএমসিএল (প্রাণ), পদ্মা অয়েল, ইস্টার্ন লুব্রিকেন্ট, প্যারামাউন্ট টেক্সটাইল, বিডি ল্যাম্পস, রংপুর ফাউন্ড্রি, আনলিমা ইয়ার্ন, জাহিনটেক্স, এসোসিয়েটেড অক্সিজেন, ব্যাংক এশিয়া, এইচআর টেক্সটাইল, রেনেটা, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, সী পার্ল, এপেক্স ট্যানারি, স্ট্যান্ডার্ড ব্যাংক, বেক্সিমকো সিনথেটিকস, শাইনপুকুর সিরামিকি, বেক্সিমকো এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

পিপলস ইন্স্যুরেন্স, পদ্মা অয়েল, মেঘনা সিমেন্ট, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আনোয়ার গ্যালভানাইজিং, জেএমআই সিরিঞ্জ, একমি ল্যাবরেটরিজ, অলটেক্স, ইউনিক হোটেল, আমান ফিড, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ইউনিলভার কনজ্যুমার কেয়ার, আইএফআইসি, আমান কটন ফাইবার্স ও যমুনা ব্যাংক।

ই-জেনারেশন লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ই-জেনারেশন লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৬ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রাতি আয় হয়েছিল ৮১ পয়সা।

শমরিতা হসপিটাল লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শমরিতা হসপিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রাতি আয় হয়েছিল ১ টাকা ৩৫ পয়সা।

এসকে ট্রিমস লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৫ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রাতি আয় হয়েছিল ৩৪ পয়সা।

এডিএন টেলিকম: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ এপ্রিল বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি আগের প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রাতি আয় হয়েছিল ৫৯ পয়সা।

সোনালী পেপার লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৪ এপ্রিল দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রাতি আয় হয়েছিল ১ টাকা ৫৮ পয়সা।

এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা ২৭ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। ২০১৯ সাল কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

হাইডেলবার্গ সিমেন্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা ২৮ এপ্রিল দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। ২০১৯ সাল কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি।

কোম্পানিগুলোর মধ্যে জনতা ইন্স্যুরেন্সের ২৪ এপ্রিল বেলা সাড়ে ১১টায়, এবি ব্যাংকের ২৭ এপ্রিল দুপুর দেড়টায়, ইসলামী ব্যাংকের ২৫ এপ্রিল বিকাল ২.৩০টায়, পেনিনসুলা চিটাগাংয়ের ২৬ এপ্রিল বিকাল ৪টায়, রানার অটোমোবাইলসের বিকাল ২.৩৫টায়, আইসিবির ২৫ এপ্রিল বিকাল ৩টায়, আইপিডিসির ২২ এপ্রিল বিকাল ৩টায়, মার্কেন্টাইল ব্যাংকের ২২ এপ্রিল দুপুর দেড়টায় এবং মেঘনা পেট্রোলিয়ামের বোর্ড সভা ২৫ এপ্রিল বিকাল ২টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর মধ্যে জনতা ইন্স্যুরেন্স, এবি ব্যাংক ও ইসলামী ব্যাংকের বোর্ড সভা লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আর পেনিনসুলা চিটাগাং, রানার অটোমোবাইলস, আইসিবি, আইপিডিসি, মার্কেন্টাইল ব্যাংক ও মেঘনা পেট্রোলিয়ামের বোর্ড সভা প্রান্তিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

রংপুর ফাউন্ডারি : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রংপুর ফাউন্ডারি লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ওইদিন কোম্পানিটির বোর্ড সভা বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২১ পর্যন্ত কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

ইস্টার্ন লুব্রিকেন্টস : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ওইদিন কোম্পানিটির বোর্ড সভা দুপুর ১ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২১ পর্যন্ত কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

আনলিমা ইয়ার্ন ডাইং : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ওইদিন কোম্পানিটির বোর্ড সভা দুপুর ২ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২১ পর্যন্ত কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজ : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ওইদিন কোম্পানিটির বোর্ড সভা বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২১ পর্যন্ত কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

রেকিট বেনকিজার: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেকিট বেনকিজার লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা ২৯ এপ্রিল দুপুর ১টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা করা হবে। ২০১৯ সাল কোম্পানিটি শেয়ারহোল্ডারদের এক হাজার ২৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

ব্যাংক এশিয়া: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

এইচ.আর টেক্সটাইল লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এইচ.আর টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ এপ্রিল বিকাল ৩টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৫৩ পয়সা।

রেনেটা লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনেটা লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ এপ্রিল দুপুর ১টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১১ টাকা ৯৩ পয়সা।

বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ২৬ পয়সা।

অ্যাসোসিয়েটেড অক্সিজেন : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ এপ্রিল দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৫৫ পয়সা।

সী পার্ল হোটেল লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা খাতের কোম্পানি সী পার্ল হোটেল লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৬ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২১ সমাপ্ত হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৮ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২১ সমাপ্ত হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

অ্যাপেক্স ট্যানারি: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ট্যানারি লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৮ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২১ সমাপ্ত হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৯২ পয়সা।

বেক্সিমকো গ্রুপের চার কোম্পানি: পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের চার কোম্পানি প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করার জন্য বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি চারটি হলো: বেক্সিমকো, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো সিনথেটিকস এবং শাইনপুকুর সিরামিক।

কোম্পানিগুলোর বোর্ড সভা ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। কোম্পানি চারটির মধ্যে ওই দিন বেক্সিমকোর বিকাল ৩টায়, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের দুপুর ২.৩০টায়, বেক্সিমকো সিনথেটিকসের বিকাল ৪টায় এবং শাইনপুকুর সিরামিকের বোর্ড সভা বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। কোম্পানি চারটির বোর্ড সভায় ৩১ মার্চ ২০২১ সমাপ্ত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

কোম্পানিগুলোর মধ্যে এনআরবিসি ব্যাংকের ২৯ এপ্রিল দুপুর ২.৩০টায়, রেকিট বেনকিজারের ২৯ এপ্রিল দুপুর ১টায়, আইসিবি ইসলামিক ব্যাংকের ২৮ এপ্রিল দুপুর ২.৩৫টায়, পাওয়ার গ্রীডের ২৮ এপ্রিল দুপুর দেড়টায়, সিলভা ফার্মার ২৮ এপ্রিল দুপুর ২.৩০টায়, আরএসআরএম স্টিলের ২৯ এপ্রিল দুপুর ২টায়, এএমসিএলের (প্রাণ) ২৮ এপ্রিল বিকাল সাড়ে ৩টায়, পদ্মা অয়েলের ২৭ এপ্রিল দুপুর ২টায়, ইস্টার্ন লুব্রিকেন্টসের ২৯ এপ্রিল দুপুর ১টায়, প্যারামাউন্ট টেক্সটাইলের ২৯ এপ্রিল বিকাল ৩টায়, বিডি ল্যাম্পসের ২৮ এপ্রিল দুপুর ১টায়।

কোম্পানিগুলোর মধ্যে এনআরবিসি ব্যাংক ও রেকিট বেনকিজারের বোর্ড সভায় লভ্যাংশ এবং আইসিবি ইসলামিক ব্যাংক, পাওয়ার গ্রীড, সিলভা ফার্মা, আরএসআরএম স্টিল, এএমসিএল (প্রাণ), পদ্মা অয়েল, ইস্টার্ন লুব্রিকেন্ট, প্যারামাউন্ট টেক্সটাইল, বিডি ল্যাম্পস, রংপুর ফাউন্ড্রি, আনলিমা ইয়ার্ন, জাহিনটেক্স, এসোসিয়েটেড অক্সিজেন, ব্যাংক এশিয়া, এইচআর টেক্সটাইল, রেনেটা, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, সী পার্ল, এপেক্স ট্যানারি, স্ট্যান্ডার্ড ব্যাংক, বেক্সিমকো সিনথেটিকস, শাইনপুকুর সিরামিকি, বেক্সিমকো ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের বোর্ড সভায় প্রান্তিক সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

কোম্পানিগুলোর মধ্যে পিপলস ইন্স্যুরেন্সের ২৯ এপ্রিল দুপুর ২টায়, পদ্মা অয়েলের ২৭ এপ্রিল দুপুর ২টায়, মেঘনা সিমেন্টের ২৮ এপ্রিল দুপুর দেড়টায়, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২৬ এপ্রিল দুপুর ২.৩৫টায়, আনোয়ার গ্যালভানাইজিংয়ের দুপুর ২.৩০টায়, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসের ২৮ এপ্রিল বিকাল ৩টায়, একমি ল্যাবরেটরিজের ২৭ এপ্রিল বিকাল সাড়ে ৩টায়, অলটেক্সের ২৯ এপ্রিল বিকাল ৩টায়, ইউনিক হোটেলের ২৫ এপ্রিল বিকাল ৩টায়, আমান ফিডের ২৮ এপ্রিল দুপুর ২টায়, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ২৭ এপ্রিল দুপুর ২.৩০টায়, ইউনিলভার কনজ্যুমার কেয়ারের ২৬ এপ্রিল বিকাল ৪টায়, আইএফআইসির ২৬ এপ্রিল বিকাল ৪টায়, আমান কটন ফাইবার্সের ২৫ এপ্রিল দুপুর ২টায় এবং যমুনা ব্যাংকের বোর্ড সভা ২৯ এপ্রিল দুপুর দেড়টায় অনুষ্ঠি তবে।

কোম্পানিগুলোর মধ্যে পিপলস ইন্স্যুরেন্সের বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে। অন্যদিকে পদ্মা অয়েল, মেঘনা সিমেন্ট, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আনোয়ার গ্যালভানাইজিং, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস, একমি ল্যাবরেটরিজ, অলটেক্স, ইউনিক হোটেল, আমান ফিড, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, ইউনিলভার কনজ্যুমার কেয়ার, আইএফআইসি, আমান কটন ফাইবার্স ও যমুনা ব্যাংকের বোর্ড সভায় কোম্পানিগুলোর প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

সপ্তাহজুড়ে চাঙ্গা পুঁজিবাজার, মূলধন বাড়ল সাড়ে পাঁচ হাজার কোটি টাকা: কঠোর লকডাউনের মধ্যেও দেশের পুঁজিবাজারে চাঙ্গা ভাবের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। ফলে গত ৮ কার্যদিবস ধরে পুঁজিবাজার স্বাভাবিক গতিতে চলতে শুরু করছে। ফলে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। আর আস্থা বাড়ার ফলে সপ্তাহের ব্যবধানে মূলধন বাড়ল সাড়ে পাঁচ হাজার কোটি টাকা।

গত বৃহস্পতিবার মতিঝিলের বিভিন্ন মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস ঘুরে দেখা গেছে, বিনিয়োগকারীদের সশরীরে উপস্থিতি কম থাকলেও অনেকেই অনলাইন এবং টেলিফোনে শেয়ার লেনদেন করেছেন। খাজা ইক্যুইটির ট্রেডিং কর্মকর্তাকে বিনিয়োগকারীদের বাইসেলের কলের অর্ডার মোবাইল কলে নিতে দেখা গেছে। শুধু খাজা ইক্যুইটিই নয় বেশিরভাগ হাউসের ট্রেডিং কর্মকর্তারা মোবাইলে বাইসেল অর্ডার নিয়েছেন।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে ব্যাংকের সুদের হার নিম্নমুখী। এছাড়া অন্যান্য খাতে বিনিয়োগের বিপরীতে রিটার্নের হার কম। একমাত্র পুঁজিবাজার থেকেই দুই অংকের রিটার্ন পাওয়া সম্ভব। বিশেষ করে কভিড-১৯ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, ভারতসহ অনেক দেশের পুঁজিবাজারে আশাতীত রিটার্ন এসেছে। গত বছরের শেষার্ধে বাংলাদেশের পুঁজিবাজার বৈশ্বিক রিটার্নের তালিকায় শীর্ষে ছিল।

যদিও চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশের পুঁজিবাজারে নিম্নমুখিতা দেখা গেছে। সব মিলিয়ে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়তে থাকলে সামনের দিনগুলোতে দেশের পুঁজিবাজার ইতিবাচক থাকবে বলেই মনে করছেন তারা।

এছাড়া গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন সাড়ে পাঁচ হাজার কোটি টাকার ওপরে বেড়েছে। এতে লকডাউনের দুই সপ্তাহে বাজার মূলধন নয় হাজার কোটি টাকার বেশি বাড়ল। বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের প্রতি কার্যদিবসই শেয়ারবাজার ঊর্ধ্বমুখী থাকে। এতে সপ্তাহজুড়ে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। সেই সঙ্গে বেড়েছে সবকটি মূল্যসূচক। পাশাপাশি লেনদেনের গতিও বেড়েছে।

গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৬৮ হাজার ৩১৬ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৪ লাখ ৬২ হাজার ৭৫৪ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ৫৬২ কোটি টাকা।

আগের সপ্তাহেও বড় অঙ্কের মুলধন বাড়ে বাজারটিতে। আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বাড়ে ৩ হাজার ৫১৫ কোটি টাকা। এ হিসেবে লকডাউনের দুই সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বাড়ল ৯ হাজার ৭৭ কোটি টাকা। বাজার মূলধন বাড়া বা কমার অর্থ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম সম্মিলিতভাবে ওই পরিমাণ বেড়েছে বা কমেছে।

এদিকে গত সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১২৪ দশমিক ৮৪ পয়েন্ট বা ২ দশমিক ৩৫ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ৫৫ দশমিক ৪১ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ৫ শতাংশ। অর্থাৎ টানা দুই সপ্তাহের উত্থানে ডিএসইর প্রধান মূল্যসূচক বাড়ল ১৮০ পয়েন্ট। অবশ্য তার আগের চার সপ্তাহ টানা এই সূচকটি কমে। আগের চার সপ্তাহের টানা পতনে ডিএসইর প্রধান মূল্যসূচক কমে ৩১৪ দশমিক শূন্য ৯ পয়েন্ট।

প্রধান মূল্যসূচকের পাশাপাশি লকডাউনের দুই সপ্তাহেই বেড়েছে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক। গত সপ্তাহে এই সূচকটি বেড়েছে ৬০ দশমিক ৭৩ পয়েন্ট বা ৩ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ৩৬ দশমিক ৪৩ পয়েন্ট বা ১ দশমিক ৮৩ শতাংশ। এ হিসেবে লকডাউনের দুই সপ্তাহে এই সূচকটি বাড়ল ৯৭ পয়েন্ট।

অপরদিকে ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচকও লকডাউনের দুই সপ্তাহেই বেড়েছে। গত সপ্তাহে সূচকটি বেড়েছে ২৮ দশমিক ৩১ পয়েন্ট বা ২ দশমিক ৩৪ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ১১ দশমিক ৪২ পয়েন্ট বা দশমিক ৯৫ শতাংশ। এ হিসেবে দুই সপ্তাহের টানা উত্থানে সূচকটি বাড়ল ৩৯ পয়েন্ট।

সবকটি মূল্যসূচকের উত্থানের পাশাপাশি গত সপ্তাহে ডিএসইতে লেনদেন অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ২০৬টি প্রতিষ্ঠান। বিপরীতে দাম কমেছে ১০০টির। আর ৬৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৮৫১ কোটি ৯৭ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৫০৪ কোটি ৮০ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৩৪৭ কোটি ১৭ লাখ টাকা বা ৬৮ দশমিক ৭৭ শতাংশ।

আর গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ২৫৯ কোটি ৮৭ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ২ হাজার ১৯ কোটি ২২ লাখ টাকা। সে হিসেবে মোট লেনদেন বেড়েছে ২ হাজার ২৪০ কোটি ৬৫ লাখ টাকা বা ১১০ দশমিক ৯৭ শতাংশ। মোট লেনদেন বেশি হারে বাড়ার কারণ গত সপ্তাহের আগের সপ্তাহে এক কার্যদিবস কম লেনদেন হয়।

গত সপ্তাহে ডিএসইর মূল বাজারে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০ কোম্পানির মধ্যে রয়েছে- বেক্সিমকো, লংকাবাংলা ফাইন্যান্স, বাংলাদেশ ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্রিটিশ আমেরিকান টোবাকো, রবি, লাফার্জহোলসিম বাংলাদেশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, সামিট পাওয়ার এবং অগ্রণী ইন্স্যুরেন্স।

২০০ কোটি টাকা ব্যাংকগুলোকে বিনিয়োগের তথ্য চেয়েছে বিএসইসি: পুঁজিবাজারে ২০০ কোটি টাকা করে বিনিয়োগের জন্য গঠিত বিশেষ তহবিলের হালনাগাদ তথ্য তফসিলি ব্যাংকগুলোর কাছে জানতে চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে বিশেষ মিউচ্যুয়াল ফান্ডে (এসপিএফ) আরও ২০০ কোটি টাকা বিনিয়োগের তথ্য তফসিলি ব্যাংকগুলোর কাছে জানতে চাওয়া হয়েছে।

সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)/ প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে (সিইও) এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। এছাড়াও এ বিষয়টি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই, সিএসই) ব্যবস্থাপনা পরিচালকদের অবহিত করেছে বিএসইসি। দেশে মোট ৬১টি তফসিলি ব্যাংকের মধ্যে ৩১টি শেয়ারবাজারে তালিকাবুক্ত। আর অ-তালিকাভুক্ত রয়েছে ৩০টি ব্যাংক। সব ব্যাংকের কাছে শেয়ারবাজারে বিনিয়োগের তথ্য চাওয়া হয়েছে।

ব্যাংকগুলোর কাছে পাঠানো চিঠিতে বলা হয়, পুঁজিবাজারে তারল্য সমাধানের লক্ষ্যে প্রত্যেক তফসিলি ব্যাংককে ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের জন্য ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। ওই সার্কুলার অনুযায়ী, তফসিলি ব্যাংকগুলো শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ২০০ কোটি টাকা করে বিশেষ তহবিল গঠন করেছে।

ইতোমধ্যে ব্যাংকগুলো ওই বিশেষ তহবিল থেকে শেয়ারবাজারে বিনিয়োগ শুরু করেছে। তবে ব্যাংকগুলো বিনিয়োগের তথ্য প্রতিনিয়ত সংরক্ষণ করা হয়নি। ফলে শেয়ারবাজারে ব্যাংকগুলোর কী পরিমাণ বিনিয়োগ রয়েছে, সেই তথ্য বিএসইসির কাছে নেই।

তাই আগামী ৭ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে ব্যাংকগুলোকে গঠিত বিশেষ তহবিল ও তার বিনিয়োগের তথ্য জানাতে অনুরোধ জানানো হলো। একই সঙ্গে বিশেষ মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের তথ্যও নির্ধারিত সময়ের মধ্যে জানানোর জন্য চিঠিতে উল্লেখ করে বিএসইসি।

কেয়া গ্রুপের সম্পত্তি নিলামে তুলছে পূবালী ব্যাংক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিকসের বিরুদ্ধে এবার কঠোর সিদ্ধান্ত নিয়েছে পূবালী ব্যাংক লিমিটেড। মুলত অনাদায়ী খেলাপি ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেন বলে ব্যাংক সুত্রে জানা গেছে। সম্প্রতি কেয়া কসমেটিকসের বিভিন্ন অবকাঠামোসহ কারখানার মালামাল, ভবন ও যন্ত্রপাতি নিলামে তোলার বিজ্ঞাপন দিয়েছে ব্যাংকটি।

পূবালী ব্যাংকের হিসাব অনুযায়ী কেয়া কসমেটিকসের বিভিন্ন বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স রয়েছে। এসব অ্যাপার্টমেন্টে বেশ পরিমাণে বিদেশি রাষ্ট্রদূতরা বসবাস করেন। এসব সম্পত্তির মূল্য ধরা হয়েছে প্রায় ২৭০ কোটি টাকা। আগ্রহী ক্রেতাদের আগামী ২৪ মের মধ্যে আবেদনের অনুরোধ করেছে পূবালী ব্যাংক।

জানা গেছে, নিলামের তফসিলের মধ্যে রয়েছে কেয়া গ্রুপের ফ্ল্যাগশিপ সংস্থা কেয়া কসমেটিকস লিমিটেড, কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড এবং এর প্রতিষ্ঠাতা আবদুল খালেক পাঠান ও তার পরিবারের সদস্যদের সম্পত্তি।

এ প্রসঙ্গে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সাফিউল আলম খান চৌধুরী বলেন, সময়মতো কেয়া কসমেটিকস খেলাপি ঋণ আদায়ে ব্যর্থ হয়েছি। তাই আমরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। ব্যাংকের যে কোনো টাকা উদ্ধারে কঠোর হওয়া আমাদের দায়িত্বের একটি অংশ। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী খেলাপি ঋণ আদায়ে কিছু বিধান আছে। আমরা সে অনুযায়ী কাজ করছি।

কেয়া গ্রুপের চিফ ফিন্যান্সিয়াল অফিসার হুমায়ুন কবির বলেন, মহামারির কারণে আমরা সময়মতো লোনের টাকা পরিশোধ করতে পারিনি। আমরা চেষ্টা করে যাচ্ছি। ব্যাংকের সঙ্গে আমাদের কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে। আশা করছি, তারা নিলামের এই বিজ্ঞাপন প্রত্যাহার করে নেবে।

একটি কোম্পনি কত দ্রুত বাজারে উঠে আসতে পারে ও পতনের শিকার হয় তার একটি উল্লেখযোগ্য প্রমাণ হলো কেয়া গ্রুপ। ৯০ এর দশকে কেয়া গ্রুপের মালিক আব্দুল খালেক পাঠানের হাত ধরে কোম্পানিটির যাত্রা শুরু হয়। সাবান ও ডিটারজেন্ট পাউডারের মাধ্যমে ২০০০ সালের দিকে কেয়া গ্রুপ দেশের শীর্ষ স্থানীয় একটি প্রতিষ্ঠানে পরিণত হয়। তবে পরিকল্পনাহীনতা ও অব্যবস্থাপনার কারণে এর পতন হতেও বেশি সময় লাগেনি।

এর আগে, ২০১৮ সালেও অনাদায়ী খেলাপি ঋণ পরিশোধ না করার দায়ে কেয়া কসমেটিকসের গাজীপুরের কারখানার মালামাল, ভবন ও যন্ত্রপাতি নিলামে তোলার উদ্যোগ নিয়েছিল রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেড। সে বছরের ২৬ জুন কোম্পানিটির সম্পত্তি নিলামে বিক্রি করে ঋণের অর্থ আদায়ের ঘোষণা দেয় ব্যাংকটি।

এ ছাড়া ২০১৭ সালের ২০ আগস্ট রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে কেয়া গ্রুপের মালিক আবদুল খালেক পাঠানকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। কেয়া ইয়ার্ন মিলস লিমিটেডের নামে কৃষি ব্যাংক থেকে ১১১ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় তাকে গ্রেফতার করা হয়।

মার্কেন্টাইল ব্যাংকসহ ৩ কোম্পানির প্রথম প্রান্তিক প্রকাশ: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি দুটো হলো: আইপিডিসি ফাইন্যান্স, মার্কেন্টাইল ব্যাংক ও লাফার্জহোলসিম।

আইপিডিসি ফাইন্যান্স : পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। প্রথম প্রান্তিকে আইপিডিসি ‌২০ কোটি ৪৯ লাখ টাকা নীট মুনাফা করেছে। গত বছর একই সময়ে মুনাফার পরিমাণ ছিল ১৫ কোটি টাকা।

অন্যদিকে প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৫৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ৪০ পয়সা ছিল। গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৫২ পয়সা।

মার্কেন্টাইল ব্যাংক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। প্রথম প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ মার্কেন্টাইল ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আ্য় (Consolidated EPS) হয়েছে ৬৪ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৫৫ পয়সা।

অন্যদিকে প্রথম প্রান্তিকে এককভাবে মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ৫৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ৫৩ পয়সা ছিল। গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৯৯ পয়সা।

লাফার্জহোলসিম: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮৯ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৪৫ পয়সা। ইপিএস বেড়েছে ৪৪ পয়সা বা ৯৮ শতাংশ।

আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ১০৩ কোটি ৫০ লাখ টাকার। যার পরিমাণ আগের বছরের একইসময়ে হয়েছিল ৫২ কোটি ২০ লাখ টাকা। এ হিসেবে মুনাফা বেড়েছে ৫১ কোটি ৩০ লাখ টাকার বা ৯৮ শতাংশ।
Share