দেশ প্রতিক্ষণ, ঢাকা: করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। প্রতিদিন হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। সংক্রমণ শনাক্ত হচ্ছে লাখ লাখ মানুষের। করোনার কারণে সৃষ্ট নজিরবিহীন ক্ষয়ক্ষতিতে ভুক্তভোগীদের জন্য শোক ও প্রার্থনা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রতি বাংলাদেশের দৃঢ় সহমর্মিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন বলে আজ সোমবার (১০ মে) সকালে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে আরও বলা হয়, বাংলাদেশের সর্বাত্মক সহযোগিতায় একসঙ্গে করোনা মোকাবিলার বিষয়েও অঙ্গীকার করেন শেখ হাসিনা।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মোট সংক্রমিত ও মৃতদের প্রায় অর্ধেকই ভারতের। এই সময়ে দেশটিতে ৩ লাখ ৬৬ হাজার ৪৯৯ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৩ হাজার ৭৪৮ জন।

করোনার নজিরবিহীন সংক্রমণে ভারতের চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়েছে। অক্সিজেনের অভাবে প্রতিদিন বহু রোগী মারা গেছেন। ইতোমধ্যে জরুরি চিকিৎসা সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বিশ্বের অনেক দেশ।

চাঁদপুরে তিন নদীর মোহনায় ২ জাহাজের মুখোমুখি সংঘর্ষ: নিখোঁজ ১: চাঁদপুরে তিন নদীর মোহনায় দুটি জাহাজের মুখোমুখি সংঘর্ষে নদীতে পড়ে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। আজ সোমবার (১০ মে) বিকেল চারটায় জেলা শহরের বড়স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই বাল্কহেড বরিশাল থেকে চাঁদপুরের মেঘনা পেরিয়ে কুড়িগ্রামের চিলমারীতে যাচ্ছিল।

নিখোঁজ রফিকুল ইসলামের বাড়ি শরীয়তপুর জেলার ডামড্যা উপজেলার কুলকুড়ি গ্রামে। তিনি একটি স্টিল বডি কার্গোর আরোহী ছিলেন। এ ঘটনার জন্য দায়ী আল্লাহ্’র রহমত নামে বালুবাহী বাল্কহেড আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁদপুর শহরের তিন নদীর মোহনা অতিক্রম করছিল একটি স্টিল বডি কার্গো জাহাজ। এসময় বিপরীত দিক থেকে বালুবাহী বাল্কহেড সজোরে ধাক্কা মারে স্টিল বডির কার্গো জাহাজকে। এতে তার আরোহী রফিকুল ইসলাম (৪৫) নদীতে ছিটকে পড়েন। এদিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কোস্টগার্ডের সদস্যরা।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে বেশ কয়েকজন ডুবুরি তল্লাশি শুরু করেছে।
অন্যদিকে, দুর্ঘটনার জন্য দায়ী বালুবাহী বাল্কহেড আল্লাহ্’র রহমত আটক করা হয়েছে।

করোনাভাইরাসে ভারতে একদিনে ৩ হাজার ৭৫৪ জনের মৃত্যু: করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তে ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৫৪ জনের। এই সময়ে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ১৬১ জন। আজ সোমবার (১০ মে) পর্যন্ত দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৫৭৫ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১৬ জনের।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে কোভিড সংক্রমণের হার প্রতিদিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই সংক্রমণের হার ২৪.৮৩ শতাংশ। এখনও পর্যন্ত দেশটিতে মোট সংক্রমণের হার ৭.৪৬ শতাংশ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

আক্রান্তের সঙ্গে কিছুটা কমেছে দৈনিক সুস্থতার সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৫৩ হাজার ৮১৮ জন। এখনও পর্যন্ত মোট ১ কোটি ৮৬ লাখ ৭১ হাজার ২২২ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ এই মুহূর্তে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩৭ লাখ ৪৫ হাজার ২৩৭ জন।’

করোনাভাইরাসে ৩৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৪: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৯৭২ জনে। একই সময়ে এক হাজার ৫১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল সাত লাখ ৭৫ হাজার ২৭ জনে। আজ সোমবার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (৯ মে) সকাল ৮টা থেকে গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৬ হাজার ৮৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের হার ৮.৯৯ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১১৫ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী। এ নিয়ে দেশে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ৭ লাখ ১২ হাজার ২৭৭ জনে। সুস্থতার হার ৯১.৯০ শতাংশ। আর মৃত্যুর হার ১.৫৪ শতাংশ।