দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে তিনদিন লেনদেন হয়েছে। এই তিনদিনে লেনদেন হয়েছে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৪ হাজার ২০৮ কোটি ৯৫ লা্খ ৮৮ হাজারের বেশি টাকা। এর মধ্যে ১০ কোম্পানির লেনদেন হয়েছে ১ হাজার ২৮১ কোটি ৫৬ লাখ ৮৩ হাজারের বেশি টাকার বা ৩০.৪৫ শতাংশের বেশি। সপ্তাহজুড়েই লেনদেনে কোম্পানিগুলোর দাপট দেখা গেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-বেক্সিমকো, ন্যাশনাল ফিড মিল, রবি আজিয়াটা, বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো, স্কয়ার ফার্মা, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, এনআরবিসি ব্যাংক, পাইওনিয়ার ইন্সুরেন্স ও বেক্সিমকো ফার্মা লিমিটেড।

শীর্ষ ১০ কোম্পানি মধ্যে লেনদেনের প্রথম স্থানে ছিল বেক্সিমকোর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ৩৪৬ কোটি ৯৬ লাখ ২৭ হাজার টাকার। যা ডিএসইর মোট লেনদেনের ৮.২৪ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৪৪৫টি।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল ফিড মিলের অংশগ্রহণ ছিল ৩.৭৪ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ১৫৭ কোটি ২৫ লাখ ৯৮ হাজার টাকা। মোট শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৫৫ লাখ ৬২ হাজার ৪০টি।

তালিকার তৃতীয় স্থানে ছিল রবি আজিয়াটা। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ৮৯ লাখ ১৭ হাজার ২৫৬টি। যা্র বাজার মূল্য ১৩৩ কোটি ৫৬ লাখ ৯৭ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৩.১৭ শতাংশ।

লেনেদেনে বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো ছিল চতুর্থ স্থানে। কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ১১৭ কোটি ৬৪ লাখ ৮৭ হাজার টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ২.৮০ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে ২১ লাখ ৬২ হাজার ২৮টি।

লেনদেনের পঞ্চম স্থানে থাকা স্কয়ার ফার্মার অবদান ছিল ২.৪৭ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ১০৩ কোটি ৯৬ লাখ ১৩ হাজার টাকা। মোট শেয়ার লেনদেন হয়েছে ৪৯ লাখ ৬৫ হাজার ৯৯৪টি।

ডিএসইর সাপ্তাহিক লেনদেনে অবদান রাখার অন্যান্য শীর্ষ কোম্পানিগুলো হলো- লঙ্কাবাংলা ফাইন্যান্সের ২.১৮ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ২.১২ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ২.০৭ শতাংশ, পাইওনিয়ার ইন্সুরন্সে ১.৮৯ শতাংশ এবং বেক্সিমকো ফার্মার ১.৭৭ শতাংশ।

রোববার খুলছে ব্যাংক-বিমা ও পুঁজিবাজার: আগামীকাল রোববার থেকে খুলছে ব্যাংক-বিমা ও পুঁজিবাজার। আজ শনিবার (১৫ মে) শেষ হচ্ছে পবিত্র ঈদুল ফিতরের তিন দিনের সাধারণ ছুটি। ঈদের ছুটি শেষে রোববার অফিস পাড়ায় যোগ দেবেন ব্যাংক-বিমা, পুঁজিবাজার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মজীবীরা।

সাধারণত রমজান মাস ২৯ দিনে হিসাব করে ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করা হয়। কিন্তু এবার করোনা পরিস্থিতিতে বৃহস্পতিবার (১৩ মে) থেকে ছুটি ঘোষণা করে সরকার। তাই বুধবার (১২ মে) শেষ কর্মদিবস অফিস হয়ে তিন দিনের ঈদের ছুটি শুরু হয়। যদিও সরকার ঘোষিত তিন দিনের মধ্যে শুক্র ও শনিবার দুদিনই ছিল সাপ্তাহিক ছুটি।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক। রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে ব্যাংকের লেনদেন। এরপর আনুষঙ্গিক কার্যক্রম শেষ করতে ব্যাংক খোলা থাকবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আর পুঁজিবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত।

বস্ত্র খাতের ১১ কোম্পানির মুনাফায় চমক, চারটি লোকসানে: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ৫৬টি কোম্পানির মধ্যে এ পর্যন্ত ২৭টি কোম্পানি চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে ১৫টি কোম্পানির মুনাফায় উত্থান হয়েছে, ৮টির মুনাফায় পতন হয়েছে এবং ৪টির লোকসান কম-বেশ হয়েছে।

তবে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) মুনাফায় উত্থানে থাকা ১৫টি কোম্পানির মধ্যে চলতি হিসাববছরের ৯ মাসে ১১টি কোম্পানির মুনাফায় ঊর্ধ্বগতি থাকলেও ৪টির মুনাফা কমেছে। নয় মাসে এই ৪টি কোম্পানি মুনাফার প্রবৃদ্ধি ধরে রাখতে পারেনি।

তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, করোনার থাবায় বস্ত্র খাত সবচেয়ে বেশি চাপে রয়েছে। এর মধ্যেও কোম্পানিগুলো মুনাফায় ঊর্ধ্বগতি দেখিয়েছে, এটা অনেক ইতিবাচক ও আশাব্যঞ্জক দিক।

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) এবং হিসাববছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) মুনাফায় উত্থানে থাকা ১১টি কোম্পানি হলো-আলহাজ্ব টেক্সটাইল, আনলিমা ইয়ার্ন, এপেক্স স্পিনিং, ড্রাগন স্যুয়েটার, এইচআর টেক্সটাইল, মালেক স্পিনিং, মতিন স্পিনিং, নিউ লাইন টেক্সটাইল, কুইনসাউথ টেক্সটাইল, রহিম টেক্সটাইল ও স্কয়ার টেক্সটাইল।

তৃতীয় প্রান্তিকে আয় বাড়লেও হিসাববছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) আয় কমেছে ৪টি কোম্পানির। কোম্পানিগুলো হলো- আর্গন ডেনিম, ইভিন্স টেক্সটাইল (ইটিএল), জেনারেশন নেক্সট ও ভিএফএস থ্রেড লিমিটেড।

অন্যদিকে, তৃতীয় প্রান্তিকে আয় কমেছে এবং হিসাববছরের ৯ মাসেও (জুলাই’২০-মার্চ’২১) আয় কমেছে ৮টি কোম্পানির। কোম্পানিগুলো হলো- আলিফ ইন্ডাস্ট্রিজ, আলিফ ম্যানুফেকচারিং, এনভয় টেক্সটাইল, ফারইস্ট নিটিং, কাট্টালি টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, শেফার্ড ইন্ডাস্ট্রিজ ও সিমটেক্স লিমিটেড।

অপরদিকে, তৃতীয় প্রান্তিকে ও হিসাববছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) লোকসানে রয়েছে ৪টি কোম্পানি। সেগুলো হলো- অলটেক্স, নূরানী টেক্সটাইল, দুলামিয়া কটন ও জাহিন টেক্সটাইল।

তৃতীয় প্রান্তিকে ও ৯ মাসের মুনাফায় ঊর্ধ্বগতি থাকা ১১ কোম্পানি:

আলহাজ্ব টেক্সটাইল: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি লোকসান থেকে মুনাফায় ফিরেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ২০ পয়সা। আগের হিসাববছরের একই সময়ে লোকসান ছিল ১৩ পয়সা। চলতি হিসাববছরের তিন প্রান্তিকে ইপিএস হয়েছে ৩৮ পয়সা। আগের হিসাববছেরের তিন প্রান্তিকে লোকসান ছিল ৭৬ পয়সা।

আনলিমা ইয়ার্ন: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি লোকসান থেকে মুনাফায় ফিরেছে। আলোচ্য প্রান্তিকে শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৫ পয়সা। আগের বছরে লোকসান ছিল ১৩ পয়সা। তিন প্রান্তিকে ইপিএস হয়েছে ২২ পয়সা। আগের বছরের তিন প্রান্তিকে ইপিএস ছিল ১১ পয়সা।

এপেক্স স্পিনিং: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৬ পয়সা। আগের বছরে ইপিএস ছিল ৭২ পয়সা। তিন প্রান্তিকে ইপিএস হয়েছে ২ টাকা ৫১ পয়সা। আগের বছরের তিন প্রান্তিকে ইপিএস ছিল ২ টাকা ১৯ পয়সা।

ড্রাগন স্যুয়েটার: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩২ পয়সা। আগের বছরেও ইপিএস ছিল ৩২ পয়সা। তবে তিন প্রান্তিকে ইপিএস বেড়েছে। তিন প্রান্তিকে ইপিএস হয়েছে ৯২ পয়সা। আগের বছরের তিন প্রান্তিকে ইপিএস ছিল ৭১ পয়সা।

এইচআর টেক্সটাইল: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৩ পয়সা। আগের বছরে ইপিএস ছিল ৪৩ পয়সা। তিন প্রান্তিকে ইপিএস হয়েছে ১ টাকা ৮৪ পয়সা। আগের বছরের তিন প্রান্তিকে ইপিএস ছিল ১ টাকা ৩১ পয়সা।

মালেক স্পিনিং: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৯ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৪৩ পয়সা। তিন প্রান্তিকে ইপিএস হয়েছে ১ টাকা ৯৮ পয়সা। আগের বছরের তিন প্রান্তিকে ইপিএস ছিল ২২ পয়সা।

মতিন স্পিনিং: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৮৮ পয়সা। তিন প্রান্তিকে ইপিএস হয়েছে ৪ টাকা ৩ পয়সা। আগের বছরের তিন প্রান্তিকে ইপিএস ছিল ১ টাকা ৬৯ পয়সা।

নিউ লাইন টেক্সটাইল: তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৪১ পয়সা। আগের বছরে ইপিএস ছিল ২৩ পয়সা। তিন প্রান্তিকে ইপিএস হয়েছে ১ টাকা ৩২ পয়সা। আগের বছরের তিন প্রান্তিকে ইপিএস ছিল ১ টাকা ২৮ পয়সা।

কুইনসাউথ টেক্সটাইল: তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৩৫ পয়সা। আগের বছরে ইপিএস ছিল ২৬ পয়সা। তিন প্রান্তিকে ইপিএস হয়েছে ৮৯ পয়সা। আগের বছরের তিন প্রান্তিকে ইপিএস ছিল ৭৮ পয়সা।

রহিম টেক্সটাইল: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি বড় লোকসান থেকে মুনাফায় ফিরেছে। তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৪৯ পয়সা। আগের বছরে লোকসান ছিল ৪ টাকা ১৫ পয়সা। তিন প্রান্তিকে ইপিএস হয়েছে ১ টাকা ৮৪ পয়সা। আগের বছরের তিন প্রান্তিকে ইপিএস ছিল ৭৩ পয়সা।

স্কয়ার টেক্সটাইল: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫ পয়সা। আগের বছরে ইপিএস ছিল ৩৫ পয়সা। তিন প্রান্তিকে ইপিএস হয়েছে ১ টাকা ৮৪ পয়সা। আগের বছরের তিন প্রান্তিকে ইপিএস ছিল ১ টাকা ১৯ পয়সা।

তৃতীয় প্রান্তিকে বাড়লেও ৯ মাসে মুনাফা কমেছে ৪টির: আর্গন ডেনিম: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৫ পয়সা। আগের বছরে ইপিএস ছিল ২৯ পয়সা। তবে ৯ মাসে কোম্পানিটির আয় কমেছে। ৯ মাসে ইপিএস হয়েছে ১ টাকা ৮ পয়সা। আগের বছেরের ৯ মাসে ইপিএস ছিল ১ টাকা ৬৭ পয়সা।

ইভিন্স টেক্সটাইল: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৬ পয়সা। আগের বছরে ইপিএস ছিল ৪ পয়সা। তবে ৯ মাসে কোম্পানিটি লোকসানে রয়েছে। তিন প্রান্তিকে লোকসান হয়েছে ১৪ পয়সা। আগের বছেরের ৯ মাসে ইপিএস ছিল ৩৪ পয়সা।

জেনারেশন নেক্সট: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ পয়সা। আগের বছরে লোকসান ছিল ১২ পয়সা। তবে ৯ মাসে কোম্পানিটি লোকসানে রয়েছে। ৯ মাসে লোকসান হয়েছে ৩ পয়সা। আগের বছেরের ৯ মাসে ইপিএস ছিল ২৩ পয়সা।

ভিএফএস থ্রেড: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪১ পয়সা। আগের বছরে ইপিএস ছিল ৩৮ পয়সা। তবে ৯ মাসে কোম্পানিটির আয় কমেছে। ৯ মাসে ইপিএস হয়েছে ১ টাকা ২৭ পয়সা। আগের বছেরের ৯ মাসে ইপিএস ছিল ১ টাকা ৩৯ পয়সা।

তৃতীয় প্রান্তিকে ও ৯ মাসে মুনাফা কমেছে ৮টির:

আলিফ ইন্ডাষ্ট্রিজ: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৯ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৫৫ পয়সা। তিন প্রান্তিকে বা ৯ মাসে ইপিএস হয়েছে ১ টাকা ৩৮ পয়সা। আগের বছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে ইপিএস ছিল ২ টাকা ১৬ পয়সা।

আলিফ ম্যানুফেকচারিং: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৬ পয়সা। আগের বছরে ইপিএস ছিল ২৩ পয়সা। ৯ মাসে ইপিএস হয়েছে ৩৯ পয়সা। আগের বছরের ৯ মাসে ইপিএস ছিল ৬৩ পয়সা।

এনভয় টেক্সটাইল: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২১ পয়সা। আগের বছরে ইপিএস ছিল ৯১ পয়সা। ৯ মাসে ইপিএস হয়েছে ৫৮ পয়সা। আগের বছরের ৯ মাসে ইপিএস ছিল ২ টাকা ৬ পয়সা।

ফারইস্ট নিটিং: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২০ পয়সা। আগের বছরে ইপিএস ছিল ২২ পয়সা। ৯ মাসে ইপিএস হয়েছে ৩৩ পয়সা। আগের বছরের ৯ মাসে ইপিএস ছিল ৩৪ পয়সা।

কাট্টলী টেক্সটাইল: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৯ পয়সা। আগের বছরে ইপিএস ছিল ৪৬ পয়সা। ৯ মাসে ইপিএস হয়েছে ৯০ পয়সা। আগের বছরের ৯ মাসে ইপিএস ছিল ১ টাকা ৪০ পয়সা।

প্যারামাউন্ট টেক্সটাইল: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৭ পয়সা। আগের বছরে ইপিএস ছিল ১ টাকা ১৫ পয়সা। ৯ মাসে ইপিএস হয়েছে ৩ টাকা ৪০ পয়সা। আগের বছরের ৯ মাসে ইপিএস ছিল ৩ টাকা ৬৪ পয়সা।

শেফার্ড টেক্সটাইল: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি লোকসানে চলে গেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ২১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৮ পয়সা। ৯ মাসে লোকসান হয়েছে ৭৯ পয়সা। আগের বছরের ৯ মাসে মুনাফা ছিল ৪১ পয়সা।

সিম টেক্সটাইল: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ পয়সা। আগের বছরে ইপিএস ছিল ২৪ পয়সা। ৯ মাসে ইপিএস হয়েছে ৭৬ পয়সা। আগের বছরের ৯ মাসে ইপিএস ছিল ১ টাকা ১৯ পয়সা।

লোকসানে রয়েছে ৪টি কোম্পানি:

অলটেক্স: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাক ৮৩ পয়সা। আগের বছরে লোকসান ছিল ১ টাকা ৩৬ পয়সা। ৯ মাসে কোম্পানিটি লোকসানে হয়েছে ৪ টাকা ১১ পয়সা। আগের বছরের ৯ মাসে লোকসান ছিল ৪ টাকা ২৫ পয়সা।

নূরানী টেক্সটাইল: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৮ পয়সা। আগের বছরে লোকসান ছিল ৬৯ পয়সা। ৯ মাসে কোম্পানিটি লোকসানে হয়েছে ৯৫ পয়সা। আগের বছরের ৯ মাসে লোকসান ছিল ৪২ পয়সা।

দুলামিয়া কটন: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৩ পয়সা। আগের বছরে লোকসান ছিল ১৫ পয়সা। ৯ মাসে কোম্পানিটি লোকসানে হয়েছে ৪৬ পয়সা। আগের বছরের ৯ মাসে লোকসান ছিল ৪৫ পয়সা।

জাহিন টেক্সটাইল: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ২২ পয়সা। আগের বছরে লোকসান ছিল ১ টাকা ৩৩ পয়সা। ৯ মাসে কোম্পানিটি লোকসানে হয়েছে ২ টাকা ৫২ পয়সা। আগের বছরের ৯ মাসে লোকসান ছিল ২ টাকা ২২ পয়সা।

পুঁজিবাজারে কখন বুঝবেন গেম্বলিং আইটেম থেকে বের হওয়ার সময়: পুঁজিবাজারের সিংহভাগ বিনিয়োগকারীরাই সর্ট টার্মে লাভবান হতে চান। এখানে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ খুব একটা করতে চান না। তারা দ্রুত ক্যাপিটাল গেইন করতে চায়। যে কারণে এখানে শেয়ার নিয়ে গেম্বলিং হয় বেশি। আর তাতে ঝুঁকিতে পড়েন বিনিয়োগকারীরা। কিন্তু গেম্বলিং শেয়ার থেকে বেরিয়ে যাওয়ার সময় বুঝতে না পারার কারণে লোকসানের কবলে পড়েন তারা। যে কারণে গেম্বলিং আইটেম থেকে বেরিয়ে যাওয়ার সময়টা বুঝতে পারাটা জরুরী।

বাজার বিশ্লেষকদের অভিযোগ, এদেশের বিনিয়োগকারীরা মূলত অধৈর্য্যশীল। তারা দ্রুত ক্যাপিটাল গেইন করতে চায়। যে কারণে এখানে শেয়ার নিয়ে গেম্বলিং হয় বেশি। আর তাতে ঝুঁকিতে পড়েন বিনিয়োগকারীরা। কিন্তু গেম্বলিং শেয়ার থেকে বেরিয়ে যাওয়ার সময় বুঝতে না পারার কারণে লোকসানের কবলে পড়েন তারা। যে কারণে গেম্বলিং আইটেম থেকে বেরিয়ে যাওয়ার সময়টা বুঝতে পারাটা তাদের জন্য জরুরী।

যে শেয়ারটি নিয়ে গেম্বলিং করবেন, গেম্বলাররা সেই শেয়ারটি কম দরে চুপেচাপে কিনেন। তারপর হঠাৎ শেয়ারটি দর বাড়াতে থাকে। তখন বাজারে ওই শেয়ারের দর নিয়ে নানা গুজব ছড়ান। শেয়ারটি দৌঁড় কতো, কত পর্যন্ত যাবে, তা ছড়ানো হয়। এই সময় গেম্বলাররা কেনার চেয়ে সেল প্রেসারে থাকেন। আর সাধারণ বিনিয়োগকারীরা কেনায় নামেন।

তারপর শুরু হয় আসল খেলা। গেম্বলাররা কোম্পানির সঙ্গে যোগসাজোশ করে মূল্য সংবেদনশীল তথ্য (পিএসই) প্রকাশ করেন। এতে কোম্পানির বিভিন্ন ধরনের ইতিবাচক খবর প্রকাশ করা হয়। এর মাধ্যমে বিনিয়োগকারীদেরকে আরও আকৃষ্ট হয়। কিন্তু ওই ইতিবাচক খবর আসলে ইতিবাচক না, ওগুলো সাধারণ বিনিয়োগকারীদের জন্য তৈরী ফাদঁ।

ঠিক এই সময় শেয়ারটির দর যখন আকাশচুম্বী, তখন গেম্বলাররা বেরিয়ে যেতে শুরু করেন। তারা পিএসআই প্রকাশের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগে আনতে থাকে এবং নিজেরা বের হয়ে যেতে থাকে।

যা গত বছরের শেষ দিকে বীমা কোম্পানিগুলোর শেয়ারেও দেখা গেছে। ওই সময় শেয়ার দর আকাশচুম্বি করার পরে বিভিন্নভাবে বীমা খাত নিয়ে ইতিবাচক খবর আসতে থাকে। এজেন্টদের কমিশন, পরিশোধিত মূলধন, এই খাত ভালো করবে, মুনাফা বৃদ্ধি ইত্যাদি ইতিবাচক খবর প্রকাশ করা হয়। এসব প্রক্রিয়ার সঙ্গে রাঘব বোয়াল অনেকেই জড়িত ছিল।

কিন্তু ওই ধাক্কায় গেম্বলাররা সুবিধা করতে পারেননি। ইতিবাচক খবর আশার সঙ্গে সঙ্গে সাধারণ বিনিয়োগকারীরাও বেরিয়ে যেতে শুরু করেন। ওই ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীরা বুদ্ধিমত্তার পরিচয় দেয়। এতে করে আটকে যায় গেম্বলাররা। যে কারণে বীমার শেয়ারে চলছে এখনো তেজিভাব। তবে এটাও ঠিক, বীমা খাতে নানা পদক্ষেপ নেয়ার কারণে করোনার মধ্যেও খাতটিতে আয়ে ও ডিভিডেন্ডে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সে কারণে বীমা খাতের শেয়ার আরও সামনে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

তবে সবকিছুরই শেষ আছে। সে রকম সব শেয়ারেরও দর বৃদ্ধির পর সংশোধন অনিবার্য হয়ে যায়। সম্প্রতি বস্ত্র খাতে শেয়ার ও ব্যাংক খাতের শেয়ারেও তেজিভাব দেখা দিয়েছে। এটি অবশ্যই পুঁজিবাজারের জন্য ইতিবাচক দিক। দীর্ঘদিন ঘুমিয়ে থাকা খাত দুটির শেয়ারে তেজিভাব দেখা দিয়েছে। কিন্তু সেই দৌঁড় কতটা হবে-তা বিনিয়োগকারীদের বুঝতে হবে। কোন শেয়ারের দৌঁড় যখন ধারাবাহিকভাবে অস্বাভাবিক হয়, তখন বিনিয়োগকারীদের বুঝতে হবে এখন বের হওয়ার সময়, ঢোকার সময় নয়।

ডিএসই সতকর্তা বার্তা ১০ কোম্পানির শেয়ারে: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির শেয়ারদর এক মাসের ব্যবধানে ৫১ শতাংশ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বেড়েছে। কোম্পানিগুলোর দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চায় প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। জবাবে কোম্পানিগুলোর কর্তৃপক্ষ জানায়, দর বৃ্দ্ধির কোন কারণ তাদের জানা নেই। এর প্রেক্ষিতে কোম্পানিগুলোর শেয়ারে বিনিনিয়োগের বিষয়ে সতর্কতা জারি করেছে ডিএসই।

ডিএসই সূত্র জানায়, ডিএসই কর্তৃপক্ষের কাছে কোম্পানিগুলোর শেয়ারদর অস্বাভাবিকভাবে বেড়েছে বলে মনে হয়েছে। এ কারণে ডিএসই কোম্পানিগুলোর কর্তৃপক্ষের কাছে দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে চিঠি পাঠায়। প্রতিউত্তরে কোম্পানিগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, কোম্পানিগুলোর দর এভাবে অস্বাভাবিক বাড়ার কোন কারণ তাদের জানা নেই। অর্থাৎ কোন কারণ ছাড়াই কোম্পানিগুলোর দর অস্বাভাবিকভাবে বেড়েছে। এর প্রেক্ষিতে কোম্পানিগুরোর শেয়ারে বিনিয়োগের বিষয়ে সতর্কতা জারি করেছে ডিএসই।

অস্বাভাবিক দর বৃদ্ধির কোম্পানি ১০টি হলো-ন্যাশনাল ফিড, ম্যাকসন্স স্পিনিং, এমারন্ড ওয়েল, ই-জেনারেশন, মেট্রো স্পিনিং, ঢাকা ডাইং, ডেল্টা স্পিনিং, মালেক স্পিনিং, কাট্টলী টেক্সটাইল ও মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড।

ন্যাশনাল ফিড মিল: গত ১১ এপ্রিল ন্যাশনাল ফিড মিলের শেয়ারদর ছিল ১৪ টাকা ৬০ পয়সা। সর্বশেষ শেয়ারটির দর উঠেছে ৩৬ টাকা ১০ পয়সায়। ২০ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১৪৭.২৬ শতাংশ।

ম্যাকসন্স স্পিনিং: গত ৪ এপ্রিল ম্যাকসন্স স্পিনিংয়ের দর ছিল ৭ টাকা ৮০ পয়সা। সর্বশেষ শেয়ারটির দর উঠেছে ১৬ টাকা ৩০ পয়সায়। ২৩ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১০৮.৯৭ শতাংশ।

এমারেন্ড ওয়েল: গত ২১ মার্চ এমারেন্ড ওয়েলের দর ছিল ১০ টাকা ৮০ পয়সা। সর্বশেষ দর উঠেছে ২২ টাকায়। ৩৫ কার্যদিবসে দর বেড়েছে ১০৩.৭০ শতাংশ।

ই-জেনারেশন: গত ৪ এপ্রিল ই-জেনারেশনের দর ছিল ২৬ টাকা ৭০ পয়সা। সর্বশেষ শেয়ারটির দর উঠেছে ৫৩ টাকা ৩০ পয়সায়। ২৩ কার্যদিবসে দর বেড়েছে ৯৯.৬২ শতাংশ।

মেট্রো স্পিনিং: গত ১২ এপ্রিল মেট্রো স্পিনিংয়ের দর ছিল ৭ টাকা ৫০ পয়সা। সর্বশেষ শেয়ারটির দর উঠেছে ১৬ টাকা ৩০ পয়সায়। ১৯ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৭৮.৬৬ শতাংশ।

ডেল্টা স্পিনিং:গত ৪ এপ্রিল ঢাকা ডাইংয়ের দর ছিল ৫ টাকা ৩০ পয়সা। সর্বশেষ শেয়ারটির দর উঠেছে ৯ টাকা ৪০ পয়সায়। ২৩ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৭৭.৩৫ শতাংশ।

ঢাকা ডাইং: গত ৪ এপ্রিল ঢাকা ডাইংয়ের দর ছিল৭ টাকা ৩০ পয়সা। সর্বশেষ শেয়ারটির দর উঠেছে১২ টাকা ৩০ পয়সায়। ২৩কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৭১.২৩ শতাংশ।

মালেক স্পিনিং: গত ১১ এপ্রিল মালেক স্পিনিংয়ের শেয়ারদর ছিল ১২ টাকা ৮০ পয়সা। সর্বশেষ শেয়ারটির দর উঠেছে ২০ টাকা ৮০ পয়সায়। ২০ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৬২.৫০ শতাংশ।

কাট্টলী টেক্সটাইল: গত ১২ এপ্রিল কাট্টলী টেক্সটাইলের দর ছিল ৮ টাকা ৫০ পয়সা। সর্বশেষ শেয়ারটির দর উঠেছে ১৩ টাকা ২০ পয়সায়। ১৯ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৫৫.২৯ শতাংশ।

মোজাফ্ফর হোসেন স্পিনিং: লোকসানি কোম্পানি মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের দর ছিল গত ৪ এপ্রিল ১১ টাকা ৭০ পয়সা। সর্বশেষ শেয়ারটির দর উঠেছে ১৭ টাকা ৭০ পয়সায়। ২৩ কার্যদিবসে দর বেড়েছে ৫১.২৮ শতাংশ।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, কোম্পানিগুলোর কর্তৃপক্ষের মতে দর বৃদ্ধির কোন কারণ নেই। অথচ খুব অল্প সময়ের মধ্যে কোম্পানিগুলোর দর তুঙ্গে তুলেছে। এভাবে দর বৃদ্ধি মোটেও স্বাভাবিক নয়। এর পেছনে স্পষ্ঠত: কারসাজিকারীদের হাত রয়েছে। এ পর্যায়ে বিনিয়োগকারীদের ভেবে-চিন্তে বিনিয়োগ করা উচিত। অন্যথায় লাভের চেয়ে লোকসানের পাল্লাই ভারি হওয়ার সম্ভাবনাই বেশি হবে।