দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করছে। কোম্পানিগুলো হলো: তৌফিকা ফুড: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তৌফিকা ফুডের বার্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ মে বিকাল সাড়ে ৩টায় এ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, সভায় এ কোম্পানির (জানুয়ারি’২১-মার্চ’২১) পর্যন্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।

বিডি বিল্ডিং সিস্টেমস: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি বিল্ডিং সিস্টেমস বার্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৭ মে বিকাল ৪টায় এ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, সভায় এ কোম্পানির (জানুয়ারি’২১-মার্চ’২১) পর্যন্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।

গ্লোবাল ইন্স্যুরেন্স: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১ জুন বিকাল সাড়ে ৩টায় এ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সভায় এ কোম্পানির (জানুয়ারি’২১-মার্চ’২১) পর্যন্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।এছাড়া একই সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

বিবিএস ক্যাবলস: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিবিএস ক্যাবলস বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৭ মে বিকাল ৩টায় এ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, সভায় এ কোম্পানির (জানুয়ারি’২১-মার্চ’২১) পর্যন্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।

কনফিডেন্ট সিমেন্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্ট সিমেন্ট বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ মে বিকাল ৩টায় এ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, সভায় এ কোম্পানির (জানুয়ারি’২১-মার্চ’২১) পর্যন্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।

করোনায় মুনাফায় চমক ওয়ালটনের: করোনার দ্বিতীয় ঢেউয়ে ভালো মুনাফা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ২০২১ সালের জানুয়ারি-মার্চে মুনাফা হয়েছে ৩৮৭ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার ৫০৬ টাকা। এ সময় প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১২ টাকা ৭৯ পয়সা। এর আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৫ টাকা ১৭ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় মুনাফা বেড়েছে ১৪৭ শতাংশ।

সোমবার (২৪মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্যমতে, চলতি অর্থবছরের (জুলাই ২০২০-মার্চ ২০২১) প্রথম ৯ মাসে কোম্পানির ইপিএস হয়েছে ৩৪ টাকা ১৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২৫ টাকা ৫৩ পয়সা। এ হিসেবে কোম্পানিটির ইপিএস ৮ টাকা ৬১ পয়সা বা ৩৪ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯১ টাকা ৫৯ পয়সা।

সোমবার (২৪ মে) এই কোম্পানির শেয়ার ১ হাজার ২৬৪ টাকায় লেনদেন শুরু হয়। ৩০২ কোটি টাকার পেইড আপ ক্যাপিটালের কোম্পানির বাজার মূলধন দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮৩২ কোটি ৭২ লাখ ৮ হাজার টাকা। ২০২০ সালে তালিকাভুক্ত বড় মূলধনী দেশি এই কোম্পানিটি পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত।

১০ কোম্পানির ইপিএস আসছে ব্কিালে: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ১০ কোম্পানির অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো : সাভার রিফ্রাক্টরিজ, আরডি ফুড, সোনারগাঁও টেক্সটাইল, রহিমা ফুড, হামিদ ফেব্রিক্স, ওয়াইম্যাক্স, ডমিনেজ স্টিল, এসিআই ফর্মূলেশন, এসিআই লিমিটেড এবং নিটল ইন্স্যুরেন্স।

কোম্পানিগুলোর মধ্যে সাভার রিফ্রাক্টরিজের দুপুর ২.৪৫টায়, আরডি ফুডের বিকাল ৩টায়, সোনারগাঁও টেক্সটাইলের বিকাল ৩টায়, রহিমা ফুডের বিকাল ৪টায়, হামিদ ফেব্রিক্সের বিকাল সাড়ে ৩টায়, ওয়াইম্যাক্সের বিকাল সাড়ে ৩টায়, ডমিনেজ স্টিলের বিকাল সাড়ে ৩টায়, এসিআই ফর্মূলেশনের দুপুর ২.৪৫টায়, এসিআইয়ের বিকাল ৪টায় এবং নিটল ইন্স্যুরেন্সের বোর্ড সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলোর বোর্ড সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছে ৫ হাজার কোটি টাকার বন্ড: এরই মধ্যে ১১টি ব্যাংকের মোট ৫ হাজার ১০০ কোটি টাকার পারপেচুয়াল বা বে-মেয়াদি বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস হিসেবে করপোরেট বন্ড মার্কেট উন্নয়নের লক্ষ্যে সেই বন্ডগুলোকে ডিরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির সিদ্ধান্ত নেয় বিএসইসি। এ লক্ষ্যে বন্ডগুলোকে ডিরেক্ট লিস্টিংয়ের বিষয়ে গতকাল একটি নির্দেশনাও জারি করেছে বিএসইসি।

অনুমোদনকৃত ব্যাংকগুলোর মধ্যে যমুনা ব্যাংকের ৪০০ কোটি, দ্য সিটি ব্যাংকের ৪০০ কোটি, ওয়ান ব্যাংকের ৪০০ কোটি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৪০০ কোটি, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫০০ কোটি, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের ৫০০ কোটি, সোস্যাল ইসলামী ব্যাংকের ৫০০ কোটি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৬০০ কোটি, ট্রাস্ট ব্যাংকের ৪০০ কোটি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৪০০ কোটি ও এক্সিম ব্যাংকের ৬০০ কোটি টাকার পারপেচুয়াল বা বে-মেয়াদি বন্ড অনুমোদন হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো ইস্যুয়ার পারপেচুয়াল বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করতে চায় তবে তাকে অবশ্যই প্রস্তাবিত বন্ডের কমপক্ষে ১০ শতাংশ অর্থ পাবলিক অফারের মাধ্যমে সংগ্রহ করতে হবে। প্রতিটি ইস্যুয়ারকে প্রতি বছর শেষে বন্ডের বিপরীতে লভ্যাংশ বা কুপন পরিশোধের বাইরে ২০ শতাংশ প্রভিশন রাখতে হবে। যদি বছর শেষে ইস্যুয়ারের ফান্ডের ঘাটতি হয় এবং যদি ঘোষণাকৃত লভ্যাংশ বা কুপন পরিশোধের ক্ষেত্রে ঘাটতি থাকে সেক্ষেত্রে প্রভিশনের ফান্ড থেকে ইস্যুয়ার অর্থ ব্যবহার করতে পারবে।

এছাড়া বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তথা মার্চেন্ট ব্যাংক অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং স্টক ডিলার তাদের নিজস্ব পোর্টফোলিওর কমপক্ষে ৩ শতাংশ ২০২২ সালের ৩০ জুনের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেট সিকিউরিটিজে বিনিয়োগ করতে হবে। তাছাড়া মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওর কমপক্ষে ৩ শতাংশ ২০২২ সালের ৩০ জুনের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেট সিকিউরিটিজে বিনিয়োগ করতে হবে, সংশ্লিষ্ট ফান্ডের ট্রাস্টি নিশ্চিত করবে।

এর আগে বিএসইসির ৭৭৪তম কমিশন সভা শেষে জানানো হয়, যে ১১টি ব্যাংকের পারপেচুয়াল বন্ড ইস্যু করা হয়েছে সেগুলোর ক্ষেত্রে ডিরেস্ট লিস্টিংয়ের সরকারি কোম্পানি-সংক্রান্ত সংশ্লিষ্ট ধারা পরিপালন করতে হবে না। কমিশনের জারি করা নির্দেশনায় বিষয়টি উল্লেখ করা থাকবে। এ সুযোগ শুধু এ ১১টি ব্যাংকের পারপেচুয়াল বন্ডের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।