দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৭টি কোম্পানির ১২৯ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিগুলোর ৩ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৬টি শেয়ার ৮৮ বার হাত বদলের মাধ্যমে ১২৯ কোটি ৬ লাখ ৩৩ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩৩ কোটি ৮৮ লাখ ৬৫ হাজার টাকার লেনদেন হয়েছি পাইওনিয়ার ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ১২ কোটি ১৫ লাখ টাকার মার্কেন্টাইল ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ১১ কোটি ১১ লাখ ২২ হাজার টাকার লেনদেন হয়েছে এনআরবিসি ব্যাংকের।

এছাড়া প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭ লাখ ৫৫ হাজার টাকার, আমান ফিডের ৯৫ লাখ ৮০ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ৭ কোটি ২৪ লাখ টাকার, বিকন ফার্মার ৯ লাখ ৬৮ হাজার টাকার, বেক্সিমকোর ১ কোটি ৯৪ লাখ ৪০ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৩ কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৭ লাখ ৯২ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ১০ লাখ ৫০ হাজার টাকার,

ড্রাগন সোয়েটারের ১৭ লাখ টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৩৯ লাখ ৪ হাজার টাকার, এমারেল্ড অয়েলের ৫ লাখ ১২ হাজার টাকার, ফরচুন সুজের ৫ কোটি ১২ লাখ ৬৫ হাজার টাকার, জেনেক্সের ১ কোটি ৭ লাখ ৯৭ হাজার টাকার, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১৭ লাখ ২ হাজার টাকার, গ্রামীণফোনির ৭ কোটি ৭০ লঅখ টাকার, জিপিএইচ ইস্পাতের ৭ কোটি ৭০ লাখ টাকার, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের ১৪ লাখ ৬৪ হাজার টাকার,

এইচআর টেক্সটাইলের ৮ লাখ ৭২ হাজার টাকার, ইনডেক্স এগ্রোর ৩৩ লাখ ১৮ হাজার টাকার, ইসলামিক ফাইন্যান্সের ৪৪ লাখ ৭৩ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ১ কোটি ৩৫ লাখ ৩ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ১ কোটি ৭৫ লাখ ৬ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৫ লাখ ৯০ হাজার টাকার, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৭ লাখ ৯ হাজার টাকার, মীর আখতারের ১২ লাখ ৮২ হাজার টাকার, ন্যাশনাল ব্যাংকের ৪ কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকার, নিউ লাইন ক্লোথিংসের ৯৩ লাখ ৯৩ হাজার টাকার,

ন্যাশনাল ফিডের ৫২ লাখ ৯৯ হাজার টাকার, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৭ কোটি ১৮ লাখ ৩৬ হাজার টাকার, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সে ২৬ লাখ ৬ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ১৮ লাখ ৯৩ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৭৬ লাখ ৭২ হাজার টাকার, পাওয়ার গ্রীডের ১ কোটি ৮ লাখ টাকার, প্রগতি ইন্স্যুরেন্সের ১১ লাখ ৫০ হাজার টাকার, আরএকে সিরামিকের ১৯ লাখ ৬২ হাজার টাকার,

রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৯ লাখ ৬৫ হাজার টাকার, রূপালী ব্যাংকের ৩৩ লাখ ৭০ হাজার টাকার, সাফকো স্পিনিংয়ের ৮ লাখ ৪৯ হাজার টাকার, সায়হাম কটনের ৪৫ লাখ টাকার, সাউথইস্ট ব্যাংকের ৫ কোটি ৯৩ লাখ ৬০ হাজার টাকার, ইউনিক হোটেলের ২ কোটি ২ লাখ ২০ হাজার টাকার, উত্তরা ব্যাংকের ৫ কোটি ৫৬ লাখ ৮৭ হাজার টাকার, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৫ লাখ ৯৮ হাজার টাকার এবং ওয়াটা কেমিক্যালের ৫ লাখ ৭৬ হাজার টাকার লেনদেন হয়েছে।

চার কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ: ওভার দ্য কাউন্টার মার্কেট থেকে মূল মার্কেটে ফিরে আসা ৪ কোম্পানি গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো হলো:

বিডি মনোস্পুল: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে দশমিক ১০ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৩৭ পয়সা। অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির আয় হয়েছে ২৮ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছিল ৫ টাকা ০৬ পয়সা। গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪১ টাকা ০৮ পয়সা।

তমিজউদ্দিন টেক্সটাইল: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে দশমিক ৩০ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১১ পয়সা। অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির আয় হয়েছে ৯৮ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছিল ৮১ পয়সা। গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮১ টাকা ৫১ পয়সা।

মুন্নু ফেব্রিক্স: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে দশমিক ০.০১ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ০.০২ পয়সা। অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির আয় হয়েছে ০.০৪ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছিল ০.০৬ পয়সা। গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৩৪ পয়সা।

পেপার প্রোসেসিং: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪০ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ১৭ পয়সা। অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির আয় হয়েছে ৪৪ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছিল ৩ টাকা ৫৩ পয়সা। গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৪৪ পয়সা।

ওটিসির ৪ কোম্পানি মূল মার্কেটে ফিরেই বাজিমাত: ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে থেকে মূল মার্কেটে ফিরেছে ৪ কোম্পানি। কোম্পানিগুলো ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পুনরায় তালিকাভুক্তির মাধ্যমে আজ রোববার (১৩ জুন) থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু করল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি চারটি হলো: বিডি মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, মুন্নু ফেব্রিকস ও তমিজউদ্দিন টেক্সটাইল মিলস।

ডিএসইতে বিডি মনোপুল পেপারের কোম্পানি কোড ১৯৫০৫। পেপার প্রেসেসিংয়ের কোম্পানি কোড ১৯৫০৬। তমিজ উদ্দিন টেক্সটাইলের কোম্পানি কোড ১৭৪১৯ এবং মুন্নু ফেব্রিক্সের কোম্পানি কোড ১৭৪৩৯। জানা গেছে, কোম্পানিগুলো প্রাথমিকভাবে ডিএসইতে জেড ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। আর পরবর্তী বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কোম্পানিগুলোর ক্যাটাগরি নির্ধারণ করা হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
উল্লেখ, স্বল্প মূলধনী কোম্পানিকে তালিকাভুক্ত করার জন্য ওটিসি মার্কেট গঠন করা হলেও পরবর্তীতে সেটি দূর্বল মৌলের, লোকসানী ও বন্ধ কারখানার কোম্পানির ডাম্পিং স্টেশনে পরিণত করা হয়।

উৎপাদন বন্ধ হয়ে পড়া, পর পর তিন বছর লভ্যাংশ দিতে না পারা কোম্পানিগুলোকে পর্যায়ক্রমে মূল বাজার থেকে তালিকাচ্যুত করে ওটিসিতে পাঠানো হয়। ক্রেতা নির্ভর ওটিসি মার্কেটে লেনদেন প্রক্রিয়ায় অনেক জটিল। এখানে শুধু বিক্রেতার শেয়ার বিক্রির প্রস্তাব বোর্ডে দেখানো হয়। কোনো ক্রেতার প্রস্তাব দেখানো হয় না। মূল বোর্ডের মত অর্ডার মডিফাই করা যায় না।

একে তো দূর্বল কোম্পানির চিহ্নিত বোর্ড, তারউপর লেনদেনের জটিল প্রক্রিয়া। এসব কারণে ওটিসি মার্কেটে শেয়ার কেনাবেচা তেমন হয় না বললেই চলে। এটি নিয়ে তাই ওটিসি কোম্পানিগুলোর শেয়ারহোল্ডারদের ক্ষোভের শেষ নেই। এ বাস্তবতায় বর্তমান কমিশন ওটিসি মার্কেটের কোম্পানিগুলোর মধ্যে যেগুলোর অবস্থা তুলনামূলক ভাল সেগুলোকে মূল বাজারে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়। এ লক্ষ্যে বেশ কিছু কোম্পানির উদ্যোক্তাদের সাথে বৈঠকও করে বিএসইসি।এরই ফলাফল হিসেবে আলোচিত চার কোম্পানি মূল বাজারে ফিরতে আগ্রহ দেখালে ডিএসইর পর্ষদ সেটি অনুমোদন করে।

ডিএসইর সূত্রে জানা গেছে, বর্তমানে ওটিসি বাজারে তালিকাভুক্ত এ চার কোম্পানির লেনদেন স্থগিত রয়েছে। সর্বশেষ ওটিসি বাজারে বিডি মনোস্পুল পেপারের শেয়ার ৫০ টাকায়, পেপার প্রসেসিংয়ের শেয়ার ১৬ টাকায়, মুন্নু ফেব্রিকসের শেয়ার ১০ টাকা ও তমিজউদ্দিনের শেয়ার ১২ টাকায় লেনদেন হয়।

বিএসইসি ও ডিএসই সূত্রে জানা গেছে, মূল বাজারে ফিরলেও কোম্পানি চারটির উদ্যোক্তা-পরিচালকদের সব শেয়ারের তিন বছরের লক-ইন বা বিক্রয় নিষেধাজ্ঞা থাকবে।  অর্থাৎ এ তিন বছর কোম্পানিগুলোর উদ্যোক্তা-পরিচালকেরা তাঁদের হাতে থাকা কোনো শেয়ার বিক্রি করতে পারবেন না। মূল বাজারে ফেরার পর কোম্পানিগুলোতে যাতে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত থাকে, এ কারণে এ বিক্রয় নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএসইতে টানা লেনদেনের শীর্ষে বেক্সিমকো: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির মোট ২১৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার কোম্পানিটি মোট ২ কোটি ২১ লাখ ৫১ হাজার ৯৬টি শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৪৪ লাখ ২ হাজার ৬৮৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৮ কোটি ৬৬ লাখ টাকা। ফরচুন সুজ তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৭ লাখ ১২ হাজার ১৮৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৩ কোটি ৯৫ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, লংকাবাংলা ফিন্যান্স, রিংশাইন টেক্সটাইল, সোনারবাংলা ইন্স্যুরেন্স, লুব-রেফ বাংলাদেশ, পাইওনিয়র ইন্স্যুরেন্স ও প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।

একটিভ ফাইনকে ৩০ শতাংশ শেয়ারধারণের নির্দেশ বিএসইসি’র: পুঁজিবাজারে ওষুধ ও রাসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি একটিভ ফাইন কেমিক্যালসের (এএফসি) পরিচালনা পর্ষদকে সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ারধারণ করে কৌশলগত ব্যবসায়িক পরিকল্পনা দাখিলের জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে কোম্পানির বিদ্যমান স্বতন্ত্র পরিচালকদের পরিবর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ ১১ কোম্পানির পরিচালনা পর্ষদকে তলব করে বিএসইসি। তলব করা ওই কোম্পানিগুলোর মধ্যে একটিভ ফাইন কেমিক্যাল ছিল। এরই ধরাবাহিকতায় গত ২৭ মে কোম্পানির পরিচালনা পর্ষদের সঙ্গে এ সংক্রান্ত বিষয়ে বিএসইসির আলোচনা হয়। ওই আলোচনার পরিপ্রেক্ষিতে বিএসইসি ৩০ শতাংশ শেয়ার ধারণের নির্দেশ দিয়েছে।

২০২০ সালের ১০ ডিসেম্বর ও ২০১৯ সালের ২১ মে জারি করা নির্দেশনা অনুযায়ী শেয়ারবাজারে তালিকাভুক্ত সকল কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের মোট পরিশোধিত মূলধনের সম্মিলিতভাবে ৩০ শতাংশ ধারণের বিধান রয়েছে। তবে অ্যাক্টিভ ফাইন কেমিক্যালসের মোট পরিশোধিত মূলধনের মধ্যে মাত্র ১২.০৪ শতাংশ শেয়ার রয়েছে পরিচালকদের হাতে। ফলে এখনও ১৭.৯৬ শতাংশ শেয়ারধারণ করতে হবে।

বিএসইসি সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৭ মে বিকেল ৪টার দিকে একটিভ ফাইন কেমিক্যালের পরিচালনা পর্ষদের সঙ্গে বিএসইসির বৈঠক হয়। ওই বৈঠকের আলোচনা অনুযায়ী, বিদ্যমান স্বতন্ত্র পরিচালকদের পরিবর্তন করারও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করার কারণে আদালতে দায়ের করা পিটিশনে সর্বশেষ অবস্থার তথ্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশের চিঠি হাতে পাওয়ার পরবর্তী ৭ দিনের মধ্যে সম্মিলিতভাবে ৩০ শতাংশ ধারণ সাপেক্ষে কৌশলগত ব্যবসায়িক পরিকল্পনা বিএসইসিতে জমা দিতে হবে। আর এজিএম সংক্রান্ত পিটিশনের সর্বশেষ অবস্থা এবং স্বতন্ত্র পরিচালক পরিবর্তনের বিষয়টি চিঠি হাতে পাওয়া পরবর্তী তিন দিনের মধ্যে বিএসইসিকে অবহিত করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে ওই নির্দেশনা পরিপালন করে প্রতিবেদন দাখিল না করলে সিকিউরিটিজ আইন অনুযায়ী কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিএসইসি। একটিভ ফাইন কেমিক্যালসের সর্বশেষ ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের এজিএম ওই বছরের ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। তবে কোম্পানিটি ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের এজিএম করেনি। ফলে পূর্ববর্তী ও পরবর্তী এজিএম করার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে। সেটি আদালতে বিচারাধীন রয়েছে।

২০১০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় একটিভ ফাইন কেমিক্যালস। ২৩৯ কোটি ৯৩ লাখ টাকা পরিশোধিত মূলধনের ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২৩ কোটি ৯৯ লাখ ৩৬ হাজার ৫৮০টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ১২.০৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৮.৩২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৩.১১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৬.৫৩ শতাংশ শেয়ার রয়েছে।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের জীবন বীমা কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত (সাসপেন্ড) করেছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কোম্পানিটির পরিচালনা পর্ষদ চার মাসের জন্য স্থগিত করে আইডিআরএ। এখন নতুন করে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। গত বৃহস্পতিবার (১০ জুন) জারি করা আইডিআরএর এ সংক্রান্ত নির্দেশনায জারি করে।

নির্দেশনায় বলা হয়, চার মাসের জন্য ডেল্টা লাইফের পরিচালনা পর্ষদ সাসপেন্ড করা হয়েছিল। কিন্তু বৈশ্বিক মহামারি কারোনাভাইরাসের কারণে অনিশ্চিত লকডাউন ও সার্বিক চলাচলে বিধি-নিষেধ আরোপের ফলে সাসপেনশনের নির্ধারিত উদ্দেশ্যসমূহ এখন পর্যন্ত পূরণ করা সম্ভব হয়নি।

এ অবস্থায় ডেল্টা লাইফের আয়-ব্যয়, সরকারি রাজস্ব তথা ভ্যাট ফাঁকি, আয়কর ফাঁকি, স্ট্যাম্প ডিউটি ফাঁকি এবং অন্যান্য গুরুতর অনিয়মের বিষয়ে নিরীক্ষা প্রতিবেদন সম্পন্ন করতে আইডিআরএ কর্তৃক পরবর্তী নির্দেশ প্রদান না করা পর্যন্ত কোম্পানির পরিচালনা পর্ষদের সাসপেনশন অব্যাহত থাকবে।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানিটিতে মাসিক ৪ লাখ টাকা সম্মানীতে আইডিআরএ’র সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় আইডিআরএ।

এ বিষয়ে সুলতান-উল-আবেদীন মোল্লাকে পাঠানো চিঠিতে আইডিআরএ উল্লেখ করে, বীমা আইন ২০১০ এর ৯৬ ধারার (১) উপধারা অনুযায়ী প্রশাসক হিসেবে চূড়ান্তভাবে দায়িত্ব গ্রহণের ৪ মাসের মধ্যে কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদন দাখিল করতে হবে।

স্ট্যান্ডার্ড সিরামিকের তৃতীয় প্রান্তিকে মুনাফা বাড়ছে: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেড ৩১ মার্চ, ২০২১ সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৬৩ পয়সা।

এদিকে চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৩ টাকা ৯৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৮ টাকা ৮৫ পয়সা।

চলতি সপ্তাহে দুই ব্যাংক-বীমার ডিভিডেন্ড ঘোষণা: পুঁজিবাজারে তালিকাভুক্ত এক ব্যাংক ও এক বীমা কোম্পানি চলতি সপ্তাহে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। এ লক্ষ্যে কোম্পানি দুটির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আহ্বান করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দুটি হলো: ট্রাস্ট ব্যাংক ও সোনার বাংলা ইন্স্যুরেন্স।

ট্রাস্ট ব্যাংক লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা ১৪ জুন বিকাল ২ টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৪ টাকা ৮ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ৫৭ পয়সা। ২০১৯ সালে কোম্পানিটি ৫ শতাংশ ক্যাংশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।

সোনার বাংলা ইন্সুরেন্স লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা ১৫ জুন বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৮৬ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৭০ পয়সা। ২০১৯ সালে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।