দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো: লাফার্জহোলসিম, সিঙ্গার বাংলাদেশ, শাহজালাল ইসলামী ব্যাংক, গ্রামীণফোন ও ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড।

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ লাফার্জহোলসিমের সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৯৬ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ২৮ পয়সা ছিল। অন্যদিকে অর্থবছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২১) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ৭৩ পয়সা ছিল।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৮২ পয়সা, যা গত বছর ১ টাকা ৬৯ পয়সা ছিল। গত ৩০ জুন, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৮০ পয়সা।

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে সিঙ্গারের শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৮৯ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ৮২ পয়সা ছিল। অন্যদিকে অর্থবছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৬৯ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ২ টাকা ২ পয়সা ছিল।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৩৬ টাকা ৯২ পয়সা, যা গত বছর মাইনাস ৩৬ টাকা ২০ পয়সা ছিল। ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩ টাকা ৭২ পয়সা।

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ শাহজালাল ইসলামী ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১০ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ৪২ পয়সা ছিল।

অন্যদিকে অর্থবছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২১) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৭২ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ১ টাকা ছিল। দুই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ২২ পয়সা, যা গত বছর ৪ টাকা ৭৯ পয়সা ছিল। ৩০ জুন, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৫২ পয়সা।

গ্রামীণফোন লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে গ্রামীণফোনের শেয়ার প্রতি আয় হয়েছে ৬ টাকা ৩০ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ৫.৩৮ পয়সা ছিল। অন্যদিকে অর্থবছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১২ টাকা ৮৯ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ১৩ টাকা ৩০ পয়সা ছিল।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২১ টাকা ৮৮ পয়সা, যা গত বছর ৬ টাকা ১৩ পয়সা ছিল। ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৬ টাকা ৯৮ পয়সা।

ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড: সর্বশেষ বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা, যা আগের বছর একই সময়ে ১৩ পয়সা ছিল। অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫৯ পয়সা, যা আগের বছর একই সময়ে ৫১ পয়সা ছিল। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৫৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮৯ পয়সা। ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৯৬ পয়সা।

বানকো ফাইন্যান্সের কর্মকাণ্ড খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন: বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের কর্মকাণ্ড খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠানটির কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম হয়েছে কি-না তা খতিয়ে দেখতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কমিশন। বৃহস্পতিবার বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের উদ্যোক্তা ও পরিচালকেদের মালিকানাধীন ব্রোকারেজ হাউজ বানকো সিকিউরিটিজে গ্রাহকদের অর্থ আত্মসাতের ঘটনাকে কেন্দ্র করে বানকো ফাইন্যান্সেও সন্দেহজনক অনিয়মের ঘটনা ঘটেছে বলে ধারানা করছে বিএসইসি। এরই ধারাবাহিকতায় বুধবার (১৪ জুলাই) বিএসইসি এ সংশ্লিষ্ট তদন্ত কমিটি গঠনের আদেশ জারি করে।

বিএসইসির অতিরিক্ত পরিচালক মো. কাউসার আলীকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত পরিচালক আবুল কালাম আজাদ ও যুগ্ম পরিচালক মো. রকিবুর রহমান। গঠিত তদন্ত কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন কমিশনে দাখিল দিতে হবে। কমিটি বানকো ফাইন্যান্সের পাশাপাশি এই কোম্পানির মালিকদের স্বার্থ সংশ্লিষ্ট আরও ৯ কোম্পানির কার্যক্রম খতিয়ে দেখবে।

বি’ ক্যাটাগরিতে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। এর আগে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছিল। বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হবে। বুধবার (১৪ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘বি’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে। বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে ওই কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে ঋণ সুবিধা দেওয়া যাবে না।

৮ কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য নেই : কোনো মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬টি কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।কোম্পানিগুলোর হলো: ফাস ফাইন্যান্স, আনোয়ার গ্যালভানাইজিং, তাল্লু স্পিনিং, তুংহাই নিটিং, বিআইএফসি এবং বিডি ফাইন্যান্স।

তথ্য মতে, শেয়ারের দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে ১৪ জুলাই কোম্পানিগুলোকে নোটিশ পাঠায় ডিএসই। ওই চিঠির জবাবে কোম্পানিগুলো জানিয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে।

ফাস ফাইন্যান্সের শেয়ার দর গত ২৭ জুন ছিল ৫.৫০ টাকায়। আর ১৪ জুলাই কোম্পানির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৮.২০ টাকায়। অর্থাৎ এই ১০ কার্যদিবসে কোম্পানির শেয়ার দর ২.৭০ টাকা বা ৪৯ শতাংশ বেড়েছে।

আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর গত ৬ জুলাই ছিল ২০১.২০ টাকায়। আর ১৪ জুলাই কোম্পানির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২৭১.২০ টাকায়। অর্থাৎ এই ৫ কার্যদিবসে কোম্পানির শেয়ার দর ৭০ টাকা বা ৩৫ শতাংশ বেড়েছে।

তুংহাই নিটিংয়ের শেয়ার দর গত ২৭ জুন শেয়ারের দর ছিল ৪.৩০ টাকায়। আর ১৪ জুলাই কোম্পানির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৭.৫০ টাকায়। অর্থাৎ এই ১০ কার্যদিবসে কোম্পানির শেয়ার দর ৩.২০ টাকা বা ৭৪ শতাংশ বেড়েছে।

বিডি ফাইন্যান্সের শেয়ার দর গত ২৭ জুন ছিল ৪৭.৬০ টাকায়। আর ১৪ জুলাই কোম্পানির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৫৩.৫০ টাকায়। অর্থাৎ এই ৮ কার্যদিবসে কোম্পানির শেয়ার দর ৫.৯০ টাকা বা ১২ শতাংশ বেড়েছে।

তাল্লু স্পিনিংয়ের শেয়ার দর গত ২৭ জুন ছিল ৫.৭০ টাকায়। আর ১৪ জুলাই কোম্পানির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৮.৬০ টাকায়। অর্থাৎ এই ৯ কার্যদিবসে কোম্পানির শেয়ার দর ২.৯০ টাকা বা ৫১ শতাংশ বেড়েছে।

বিআইএফসির শেয়ার দর গত ২৮ জুন ছিল ৪.৬০ টাকায়। আর ১৪ জুলাই কোম্পানির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৭.৪০ টাকায়। অর্থাৎ এই ৯ কার্যদিবসে কোম্পানির শেয়ার দর ২.৮০ টাকা বা ৬১ শতাংশ বেড়েছে।

৮ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আট কোম্পানি প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পৃথক পৃথক তারিখে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রিলায়েন্স ইন্স্যুরেন্স: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ জুলাই দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩০ জুন ,২০২১ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ৩৫ পয়সা।

ওয়ান ব্যাংক লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ান ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩০ জুন ,২০২১ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৮৪ পয়সা।

প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৯ জুলাই দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩১ মার্চ ,২০২১ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আরএকে সিরামিকস: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ জুলাই সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩০ জুন ,২০২১ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৫০ পয়সা।

নাভানা সিএনজি লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাভানা সিএনজি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৯ জুলাই দুপুর ৩টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩১ মার্চ,২০২১ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ০৬ পয়সা।

আফতাব অটোমোবাইলস: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আফতাব অটোমোবাইলসের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৯ জুলাই দুপুর ৩টা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৬ জুলাই বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩০ জুন ,২০২১ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ৭৬ পয়সা।

যমুনা ব্যাংক লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ জুলাই বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩০ জুন ,২০২১ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ৬০ পয়সা।

পুঁজিবাজার সাড়ে তিন বছর পর নতুন উচ্চতায়: পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার উত্থান প্রবণতায় পুঁজিবাজারের লেনদেন শেষ হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের সঙ্গে টাকার অংকে লেনদেনও বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরও। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক বেড়ে সাড়ে তিন বছর পর ৬ হাজার ৩০০ পয়েন্ট অতিক্রম করেছে। ডিএসইর প্রধান মূল্য সূচক আজ ডিএসইএক্স ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০৭ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক দশমিক ২০ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে ১ হাজার ৭৮৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৪০ কোটি ৯৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ১ হাজার ৬৪৮ কোটি ৮৯ লাখ টাকার। ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭০টির, দর কমেছে ৭৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১২৫ পয়েন্ট। সূচকটি ১৮ হাজার ৩২৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৬৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। সিএসইতে মোট ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২২টির, দর কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।