দেশ প্রতিক্ষণ, ঢাকা: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স ভিত্তিতে সিএসই-৩০ সূচকে সমন্বয় করা হয়েছে। এতে নতুন করে আটটি কোম্পানিকে যুক্ত করা হয়েছে। আর তালিকা থেকে আটটি কোম্পানিকে বাদ দেয়া হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হবে। সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএসই-৩০ সূচকে নতুন ৮টি কোম্পানি যুক্ত হয়েছে। কোম্পানিলো হল-বিবিএস ক্যাবলস লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, গ্রীন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানী, পূবালী ব্যাংক লিমিটড, সন্ধানী লাইফ ইন্সুরেন্স, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এবং উত্তরা ব্যাংক লিমিটেড ।

অন্যদিকে, সিএসই-৩০ সূচক থেকেআট কোম্পানি বাদ পড়েছে। কোম্পানিগুলো হল- আর্গন ডেনিমস লিমিটেড, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স, বাটা সু, বিডি ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বিএসআরএম স্টিলস্ লিমিটেড, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, ওরিয়ন ফার্মা এবং রতনপুর স্টিল রি-রোলিং মিলস্ লিমিটেড ।

আরো পড়ুন পুঁজিবাজারের সব খবর

• ডিএসইর প্রধান রেগুলেটরি কর্মকর্তা হলেন শওকত জাহান খান

• আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর

• মিথুন নিটিংয়ের উৎপাদন বন্ধ, তবে কি কারসাজি!

• পুঁজিবাজারে বিশেষ তহবিলে বিনিয়োগ তথ্য মাসিক ভিত্তিতে চায় কেন্দ্রীয় ব্যাংক

• ডিএসই পাঁচ কোম্পানির শেয়ার বিক্রেতা উধাও

• ডিএসই’র শোকজের কবলে দুই কোম্পানি

• আইপিও ফান্ডের টাকায় মেশিন ক্রয় করেছে কপারটেক

• ব্লক মার্কেটে পাঁচ কোম্পানির লেনদেনের শীর্ষে