দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ১১ হাজার ১৪৫ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার ৩৩৪ টাকার শেয়ার ও ইউনিট। এরমধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেন হয়েছে ৩ হাজার ২৯৮ কোটি ৬৭ লাখ ৬১ হাজার টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ২৯.৬০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো: লাফার্জ হোলসিম সিমেন্ট, ওরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্, শাহজিবাজার পাওয়ার, সাইফ পাওয়ারটেক, লংকাবাংলা ফাইন্যান্স, জিপিএইচ ইস্পাত, ডেলটা লাইফ ইন্সুরেন্স এবং বিবিএস ক্যাবলস লিমিটেড।

তালিকার সর্বোচ্চ স্থানে রয়েছে লাফার্জ হোলসিম।সপ্তাহজুড়ে কোম্পানিটি ৮ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ২৯৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৪৭ কোটি ৭৫ লাখ ২ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.৭১ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির ৬ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার ৩১৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৫৬ কোটি ১৮ লাখ ৪১ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৯৯ শতাংশ।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৩ কোটি ৪৪ লাখ ২১ হাজার ৬১৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৭৩ কোটি ৯৪ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.২৪ শতাংশ।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লেনদেনের তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে। কোম্পানিটির ১ কোটি ১৪ লাখ ৫৩ হাজার ৬৮৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৭৩ কোটি ৬৮ লাখ ৮২ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অংশগ্রহণ ছিল ২.৪৬ শতাংশ।

শাহজিবাজার পাওয়ার লেনদেনের তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে। কোম্পানিটির ২ কোটি ১৬ লাখ ৭১ হাজার ৬৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৬৭ কোটি ৯৩ লাখ ৫৭ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অংশগ্রহণ ছিল ২.৪০ শতাংশ।

সাইফ পাওয়ারটেক লেনদেনের তালিকার ষষ্ঠ স্থানে উঠে এসেছে। কোম্পানিটির ৫ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ২৪৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১৮ কোটি ১৬ লাখ ৮ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অংশগ্রহণ ছিল ১.৯৬ শতাংশ।

লংকাবাংলা ফাইন্যান্স লেনদেনের তালিকার সপ্তম স্থানে উঠে এসেছে। কোম্পানিটির ৪ কোটি ৮৮ লাখ ৫৯ হাজার ৯৯৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১৪ কোটি ৫০ লাখ ১১ হাজার টাকা।ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অংশগ্রহণ ছিল ১.৯২ শতাংশ।

জিপিএইচ ইস্পাত লেনদেনের তালিকার অষ্টম স্থানে উঠে এসেছে। কোম্পানিটির ৩ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৫৭৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯৭ কোটি ৩৪ লাখ ৩৯ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অংশগ্রহণ ছিল ১.৭৭ শতাংশ।

ডেলটা লাইফ ইন্সুরেন্স লেনদেনের তালিকার নবম স্থানে উঠে এসেছে। কোম্পানিটির ৯৭ লাখ ৩৯ হাজার ২৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭৫ কোটি ৩১ লাখ ৮৮ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অংশগ্রহণ ছিল ১.৫৭ শতাংশ।

বিবিএস ক্যাবলস লেনদেনের তালিকার দশম স্থানে উঠে এসেছে। কোম্পানিটির ২ কোটি ২৫ লাখ ৭৫ হাজার ৯১০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭৪ কোটি ৭৮ লাখ ৩৯ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অংশগ্রহণ ছিল ১.৫৭ শতাংশ।